Posts

Showing posts from November 26, 2017

হযরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকাল (সম্পূর্ণ ঘটনা)

বুকটা কেঁপে উঠলো ঘটনাটি পড়ে। হযরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকাল (সম্পূর্ণ ঘটনা) হযরত আলী রাঃ,ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন ৷ এদিকে হযরত ফাতিমা রাঃআঃ,গায়ে অত্যান্ত জ্বর অবস্থায়৷ ঘরের সমস্ত কাজ, শেষ করেছেন ৷ আলী রাঃ, মসজীদ থেকে এসে দেখে, ফাতিমা কাঁদতেছেন, আলী (রাঃ),প্রশ্ন করলেন,ও ফাতিমা তুমি কাঁদ কেন? ফাতিমা কোন উত্তর দিলেন না৷ ফাতিমা আরোজোরে জোরে কাঁদতে লাগলেন, আলী রাঃ কয়েকবার প্রশ্ন করার পরে, ফাতিমা রাঃ কাঁদতে কাঁদতে বলেন, ও আলী,,,,,,,,আমি স্বপ্নের মধ্যে দেখতেছি,আমার আব্বাজান, হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ সাঃ আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময়, আমি পিছন দিক থেকে,আমার আব্বাজান কে ডাক দিলাম৷ ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মাদুর রা:(সঃ) বলতেছেন, ও আমার ফাতিমা, আমিতো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য৷ আরো বললেনঃ ও আমার ফাতিমা,আজকে তো তুমি রোজা রাখবা ৷ সাহরী করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় ৷৷৷

বিশ্বকাপ ফুটবলের ফিচার

গ্রুপ এ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে। জুন ১৪- রাত ৯টা- মস্কো রাশিয়া বনাম সৌদি আরব জুন ১৫- রাত ১২টা- একাতেরিনবার্গ মিসর বনাম উরুগুয়ে জুন ১৯- সন্ধ্যা ৬টা- সেন্ট পিটার্সবার্গ রাশিয়া বনাম মিসর জুন ২০- রাত ৯টা- রোস্তভ-অন-দন উরুগুয়ে বনাম সৌদি আরব জুন ২৫- রাত ৮টা- সামারা উরুগুয়ে বনাম রাশিয়া জুন ২৫- রাত ৮টা- ভলগোগ্রাদ সৌদি আরব বনাম মিসর গ্রুপ বি : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান। জুন ১৫- সন্ধ্যা ৬টা- সোচি পর্তুগাল বনাম স্পেন জুন ১৫- রাত ৯টা- সেন্ট পিটার্সবার্গ মরক্কো বনাম ইরান জুন ২০- রাত ১২টা- মস্কো পর্তুগাল বনাম মরক্কো জুন ২০- সন্ধ্যা ৬টা- কাজান ইরান বনাম স্পেন জুন ২৫- সন্ধ্যা ৬টা- সারানস্ক ইরান বনাম পর্তুগাল জুন ২৫- সন্ধ্যা ৬টা- কালিনিনগ্রাদ স্পেন বনাম মরক্কো গ্রুপ সি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক। জুন ১৬- বিকেল ৪টা- কাজান ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া জুন ১৬- ১৭:০০- সারানস্ক পেরু বনাম ডেনমার্ক জুন ২১- সন্ধ্যা ৬টা- একাতেরিনবার্গ ফ্রান্স বনাম পেরু জুন ২১- রাত ৯টা- সামারা ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া জুন ২৬- রাত ৮ট...