Posts

Showing posts from April 12, 2020

COVID-19 থেকে ফিরে আসা একজনের অভিজ্ঞতা

Image
 1. ভিটামিন সি (যথাসম্ভব)  2. ভিটামিন ই (ট্যাবলেট পাওয়া যায়)  3. প্রতিদিন সকাল ১১টার মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানো.  4. কমপক্ষে একটি করে ডিম প্রতিদিন।  5. প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুম।  6. প্রতিদিন কমপক্ষে ১.৫ লিটার পানি পান এবং প্রতি বেলায় গরম খাবার খাওয়া.  এই কাজ গুলোই হাসপাতালে করা হয়।  •• করোনা ভাইরাসের দেহের pH এর মান 5.5 থেকে 8.5  •• তাই এর চেয়ে বেশি  pH level এর খাবার গ্রহনের মাধ্যমে আমরা এর রাসায়নিক গঠন ভেংগে দিতে পারি।  •• 5.5 থেকে 8.5 এর থেকে বেশি  pH level এর কিছু খাবার হল :  * লেবু - 9.9 pH  * পাতিলেবু - 8.2 pH  *এভোকাডো - 11.6 pH  * রসুন- 11.2 pH *  * আম- 8.7pH  * ছোট কমলা - 8.5pH  * আনারস- 10.7 pH  * ডালিয়া ফুল - 12.7 pH  * কমলালেবু  - 9.2 pH  •• আপনি কিভাবে বুঝবেন যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত?  1. গলা চুলকাবে  2. গলা শুকিয়ে আসবে  3. শুকনা কাশি হবে  4. তীব্র জ্বর  5. শ্বাস ছোট হয়ে আসবে  6. গন্ধ ও স্বাদের অনুভুতি চলে যাবে  •• তাই এই লক্ষনগুলো দেখার সাথে সাথে গরম পানি ও লেবুর রস খেতে শুরু করুন । #collected
Image
মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের দু'জন চিকিৎসক কয়েক দশকের পুরনো দুটি ওষুধের মিলিত ডোজ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ওপর প্রয়োগ করেছেন। ভালো ফলাফলও পেয়েছেন তারা। অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিনের সাথে হাইড্রোক্সাইক্লোরোকুইন মিশিয়ে একটি নতুন ডোজ তৈরি করেন তারা। পরে ওই ডোজ করোনা রোগীদের শরীরে প্রয়োগ করা হয়। যুক্তরাষ্ট্রের লং কোয়ান্টাইরা হেলথের চিকিৎসক ডা. রায়ান সাদি এবং প্লেইনভিউ হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মদ আলম করোনা রোগীদের জন্য এই নতুন ডোজ তৈরি করেন। তারা সাফল্যও পান। কয়েক ডজন গুরুতর রোগীর ওপর এই ডোজ দিয়ে চিকিৎসা করা হয়। তাদের মধ্যে অনেকেই পুরোপুরি সুস্থ। ডা. রায়ান সাদি বলেন, আমি আপনার সঙ্গে সৎভবে বলছি। এটি ব্যবহার করলে এমন হবে; আমি ঠিক এমনটা প্রত্যাশা করছিলাম না। ওষুধের মিলিত ডোজটি করোনার চিকিৎসায় অসাধারণ হলেও, সবাই ভালো ফল নিয়ে থেরাপিটি শেষ করতে পারেননি। করোনায় গুরুতর ৫৪ জন রোগীর ওপর এই ডোজ দেওয়া হয়। ছয়দিন ধরে নিতে হয় ডোজ। কিন্তু ৯ জন এই ডোজ নিয়ে ছয়দিন শেষ করতে পরেননি। কারণ এই ডোজের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাদের মধ্যে। আর ৯ জনের মধ্যে তিন জন গুরুতর রোগ