Posts

Showing posts from October 20, 2019

মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছিঃ

Image
আমি (আমরা প্রাথমিকমাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছিঃ শিক্ষক) ১৫তম গ্রেডের (তৃতীয় শ্রেণির) একজন (আমরা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। সেই হিসেবে আমাকেও (প্রাথমিক শিক্ষক) মানুষ গড়ার কারিগর বলা হয়। বিশেষ করে আমি একটুখানি সম্মান আর মানুষের ভালোবাসা পাওয়ার আশায় শিক্ষকতা পেশা বেছে নেওয়ার কারণ। কিন্তু প্রাথমিক শিক্ষকতা পেশা বেছে নেওয়া কী পাপ? বুঝে আসছে না। তবু লিখতে যাচ্ছি দু'একটা কথা! এর আগে আমি শ্রদ্ধা ভরে শুরু স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি না থাকলে হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো কিনা জানি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই ১৯৭৩ সালে দেশের ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে প্রথম জাতীয়করণ করে সকল প্রাথমিক (প্রায় দেড় লক্ষ) শিক্ষককে সরকারি করেছিলেন। তিনি না থাকলে হয়তো আমরা প্রাথমিক শিক্ষকরা আজো অবহেলিত থাকতাম। ২০১৪ সালে আপনি (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়ে প

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ

Image
গত ২৩ অক্টোবর রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহ সারা দেশে  মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শনিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে গত ১৪ অক্টোবর তারা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস ও ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । এই মহাসমাবেশে পুলিশ শিক্ষকদের উপর হামলা করেন বলে তারা দাবি করেন।

ক্রিকেটারদের দাবি আদায় হয়, শিক্ষক খান লাঠিপেটা

ক্রিকেটাররা বৈষম্যের বিরুদ্ধে দাবি তুললে মানা হয়, কিন্তু যাঁরা তাঁদের শিক্ষা দিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষকদের করা হয় লাঠিপেটা। আমার মতো এ দেশে অনেকেই আছেন, যাঁরা এখন প্রাথমিক স্কুলের আপা-স্যার কিংবা দিদিমণিদের মনে রাখেন। শিক্ষক বলতে তাঁদের পোড়খাওয়া মুখের চিত্রই বারবার ভেসে আসে। সেই শিক্ষকদের অনেকেই আমাদের ‘তুই’ করে বলতেন। জীবনে একবারের জন্যও মনে হয়নি এ ডাকে কোনো অসম্মান আছে, বরং আদরমাখা ছিল বলে আজও বুকে বাজে। তাই যখনই সেই শিক্ষকদের পুলিশি নিপীড়নের শিকার হতে দেখি, আমার মনে হতে থাকে, আমার সেই প্রাথমিক জীবনের শিক্ষক অতিথা চাকমা, লুৎফুর রহমান, খেলার শিক্ষক নুরুল ইসলাম, মোতালেব কাঁদছেন। শিক্ষক হিসেবে তাঁদের কাঁদার কথা নয়। কারণ, শিশুকে শিক্ষামুখী, মানবিক করার প্রথম দায়িত্বটি তাঁরাই নেন। নিজে শিক্ষক হয়েও এ কথা বলতে দ্বিধা নেই যে এ দেশের শিক্ষা ব্যবস্থাপনায় তারাই সবচেয়ে বেশি অবহেলিত। অনেক দিন ধরেই এ দেশে শিক্ষক আন্দোলন চাঙা হলেও রাষ্ট্রীয় দমননীতির অংশ হিসেবে মারধর, কাঁদানে গ্যাস কিংবা গরম পানির নিপীড়ন এই শিক্ষক আন্দোলনের ওপর দিয়েই গেছে অনেকটা। ২৩ অক্টোবরও এর ব্যতিক্রম হয়নি।

প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা

নিজেদের মর্যাদা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন প্রাথমিক শিক্ষকরা। সর্বশেষ বুধবার তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডেকেছিলেন। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত তারা সমাবেশ করতে পারেননি। অনেক শিক্ষক আইনশৃঙ্খলা বাহিনীল হাতে নাজেহাল হয়েছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের এই আন্দোলন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণচর উপজেলার সহকারি  উপজেলা শিক্ষা অফিসার জনাব আজিজুর রহমান। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুল তুলে ধরা হলো। প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বিগত কয়েকদিন যাবত প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড আপগ্রেডের দাবিতে প্রথমত সংবাদ সম্মেলন, কর্মবিরতি এবং অবশেষে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে চাওয়া ও পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত দোয়েল চত্ত্বরে সমবেত হওয়া এবং পুলিশের লাঠিচার্জ সম্ভবত আমাদের জাতীয় দৈন্যতার চুড়ান্ত বহিঃপ্রকাশ।

জবানবন্দিতে ভয়ঙ্কর সেই ঘটনার বর্ণনা দেন অধ্যক্ষ সিরাজ

Image
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হয় গতকাল । মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা হত্যায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে এই মামলায় গত ২৮ এপ্রিল আদালতে জবানবন্দি দেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল গণমাধ্যমকে জানান, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা জেলখানা থেকে নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমকে নুসরাতের মায়ের করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে দিকনির্দেশনা দেন। সে নির্দেশনা অনুযায়ী নুর উদ্দিন ও শামীমসহ অপরাপর আসামিরা শ্লীলতাহানির মামলা তুলে নিতে নুসরাতকে চাপ দেন। নুসরাত রাজি না হলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নির্দেশ দেন সিরাজ-উদ-দৌলা। ২৮ এপ্রিল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টা জবানবন্দিতে অধ্যক্ষ সিরাজ বলেন, ‘আমি সোনাগাজী ইসলামিয়া ফাজিলিয়া মাদ্রাসায় ২০০০ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করি। পরে ২০০১ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। সেই থেকে দীর্ঘ ১৯ বছর দায়িত

সাশ্রয়ী দামে ভিওএলটিই প্রযুক্তির ফোরজি স্মার্টফোন আনল ওয়ালটন

Image
দেশেই নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচার সম্বলিত উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির নতুন ফোরজি স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো জি নাইন’। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম মাত্র ৬,৩৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট ছাড়াও ফোনটি অনলাইনে কেনা যাবে। বিশ্বের যে কোনো স্থানে বসে ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ইপ্লাজা.ওয়ালটনবিডি (eplaza.waltonbd.com) থেকে অর্ডার করে সারা দেশের ৩৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে ক্রেতারা ফোনটি ডেলিভারি নিতে পারবেন। ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ভিওএলটিই বা ভোল্টি হলো মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি। খুব শিগগিরই দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে এ সেবা চালু হতে যাচ্ছে। আমরা তার আগেই গ্রাহকদের জন্য স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত করেছি। এর ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগ করতে পারবেন। পাবেন দ্রুততর কল সংযোগের সুবিধা। এ প্রযুক্তির মাধ্যমে গ্

প্রতিবাদী নুসরাতকে পুড়িয়ে হত্যার "নজিরবিহীন’ দ্রুততায় বিচার আজ রায়"

Image
ফেনীর সোনাগাজীতে প্রতিবাদী মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে রায় ঘোষণা করতে পারেন। ঘটনার মাত্র সাড়ে ছয় মাসের মধ্যে এবং মাত্র ৬১ কার্যদিবসে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার বিষয়টিকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ফেনী বারের জ্যেষ্ঠ আইনজীবীরা। আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২৭ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলার ৯১ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন। বাকি চারজনের মধ্যে একজন বিদেশে থাকায় এবং তিনজনের সাক্ষ্য অন্য সাক্ষীদের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ায় তাঁদের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন হয়নি।

আই ফোন টেনের উত্তরসূরি আইফোন ১১ ৷

আইফোন টেনের উত্তরসূরি আইফোন ১১! এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার। কিন্তু বিক্রিতে ভাটা পড়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতেও এর আগের আইফোন মডেলগুলোর মতো অর্ডার পড়ছে না। এরই মধ্যে খবর এসেছে, অ্যাপেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনে ছাড়ে বিক্রি হচ্ছে আইফোনের নতুন তিনটি ডিভাইস। শুক্রবার চীনের বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১১ লাইনআপ। স্টোরের সামনে অল্প সংখ্যক ক্রেতার সারি দেখা গেছে। শাংহাই এবং বেইজিং অ্যাপল স্টোরের সামনে গ্রাহকের সংখ্যা ছিল হাতেগোণা কয়েক ডজন। অথচ এর আগের আইফোন মডেলগুলোর ক্ষেত্রে দোকানের সামনে শত শত ক্রেতার দীর্ঘ সারি ছিল। অন্যান্য দেশেও অনেকটা একই অবস্থা।

সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

Image
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবারের পূর্বঘোষিত মহাসমাবেশ করতে পারেননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। পুলিশি বাধায় পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে অবস্থান নেন। সেখান থেকে দাবি পূরণ করার জন্য আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা। এই সময়ের মধ্যে বেতন বৈষম্যের নিরসন না হলে এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে, তাহলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দেন শিক্ষকেরা। ১৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হওয়ার কথা। শিক্ষক নেতারা বলছেন, তাঁরা প্রাথমিকের বার্ষিক পরীক্ষাও বর্জন করবেন। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন।