Posts

Showing posts from July 12, 2020

ঈদুল আজহা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ১৩ দফা শর্ত

 মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ ঈদগা6ক্কক্ক্ক6ক্কক হ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়সহ ১৩ দফা শর্ত মন্ত্রণালয়ের। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শর্ত প্রকাশ করা হয়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আলেম-উলামাদের মতামতের ভিত্তিতে এসব শর্ত দেয়া হয়। ১৩ দফা শর্তের মধ্যে রয়েছে- প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা; মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন; প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে; করোনা সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওজুর স্থানে সাবান/হ্যান্ডস্যানিটাইজার রাখতে হবে; মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে; মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।