অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন
অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন ১. কোন গ্রুপের অধাতু আয়নিক বন্ধন গঠন করে? ক) ১৩ ও ১৬ খ) ১৫ ও ১৭ গ) ১৬ ও ১৭ ঘ) ১৭ ও ১৮ সঠিক উত্তর: (গ) ২. কোনটির পারমাণবিক সংখ্যা 36? ক) He খ) Ne গ) Ar ঘ) Kr সঠিক উত্তর: (ঘ) ৩. লবণের কেলাস গলাতে চিনির চেয়ে বেশি তাপ শক্তি প্রয়োজন, এর কারণ কী? ক) লবণ আয়নিক যৌগ খ) লবণ সমযোজী যৌগ গ) চিনি ধাতব যৌগ ঘ) লবণ নিস্ক্রিয় যৌগ সঠিক উত্তর: (ক) ৪. ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? ক) 36 খ) 54 গ) 18 ঘ) 86 সঠিক উত্তর: (ক) ৫. হাইড্রোক্সাইডের আধান কীরূপ? ক) -1 খ) +1 গ) -2 ঘ) +3 সঠিক উত্তর: (ক) ৬. কার্বন-ডাই-অক্সাইড যৌগে কয় জোড়া ইলেকট্রনের শেয়ারিং ঘটে? ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4 সঠিক উত্তর: (ঘ) ৭. ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কী? ক) KCI খ) KCI2 গ) CaCI ঘ) CaCI2 সঠিক উত্তর: (ঘ) ৮. O এর যোজনী ইলেকট্রন কত? ক) দুই খ) চার গ) ছয় ঘ) আট সঠিক উত্তর: (গ) ৯. কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না? ক) Na খ) Pb গ) He ঘ) Cu সঠিক উত্তর: (গ) ১০. নিস্ক্রিয় গ্যাসের মধ্যে আকারে সবচেয়ে বড় কে? ক) Kr খ) Xe গ) Rn ...