Posts

Showing posts from October 1, 2017

বাংলাদেশের ভূমিকায় রোহিঙ্গা সঙ্কট এখন আন্তর্জাতিক ইস্যু: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভূমিকার কারণেই মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট বিশ্ববাসীর মনোযোগ পেয়েছেন । জাতিসংঘ সফর শেষে ফেরার পর শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট অবসানের জন্য পাঁচ প্রস্তাব তুলে ধরেছেন শেখ হাসিনা। নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রশংসাও ভেসেছেন তিনি। রোহিঙ্গা সঙ্কটে সাহসী সিদ্ধান্ত ও উদার মনের পরিচয় দেওয়ায় দেশে ফিরে সংবর্ধনায় সিক্ত হন শেখ হাসিনা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের পাশাপাশি লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদদের সংবর্ধনা নেন প্রধানমন্ত্রী। বাইরে পথে পথে দলের অগুনতি নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন তাকে সংবর্ধনা দিতে। নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ‘বিপন্ন মানবতার বাতিঘর’ অভিহিত করেন। শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, জাতীয় কর্তব্য হিসেবে মিয়ানমারের এই মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছে আইকান

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ জোট ইন্টারন্যাশ ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন(আইকান)। ৬ অক্টোবর শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১ টায় দেশটির রাজধানী অসলোতে এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।

বিশ্বের সবচেয়ে বড় ‘শরণার্থী’ ক্যাম্প বানাবে বাংলাদেশ

মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হেয়ে বাংলাদেশে পালিয়ে আসা আট লাখ রোহিঙ্গার জন্য বিশ্বের সবচেয়ে বড় ‘শরণার্থী’ ক্যাম্প বানানো হবে। রোহিঙ্গাদের স্থান দেয়ার জন্য কক্সবাজারের কুতুপালংয়ে এই রোহিঙ্গা ক্যাম্প করার পরিকল্পনা করছে সরকার। এর আগে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের পাশেই আরও ২ হাজার একর জমিতে এই শরণার্থী শিবির গড়ে তোলা হয়েছিল। কিন্তু আগের ৩ লাখ রোহিঙ্গার সঙ্গে বর্তমানে যোগ হয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। তাই আরও ১ হাজার একর জমি নতুন আগত রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া বলেন: সীমান্তের পাশে অবস্থিত এবং অস্থায়ী ২৩টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে নতুন এলাকায়। যারা বিচ্ছিন্ন এলাকায় বসবাস করছে তাদের এক জায়গায় নিয়ে আনা হবে বলেও জানান তিনি। তিনি বলেন: তাই অনেক জমি দরকার, ধীরে ধীরে সবাইকে এক জায়গায় নিয়ে আসা হবে। একইসঙ্গে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান: কিছু পরিবারকে এখনই নতুন এলাকা কুতুপালং ক্যাম্পের বর্ধিতাংশে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে দুটি রোহিঙ্গা জনবসতিপূর্ণ এলাকা বন্ধ করা হ...

আজ বিশ্ব শিক্ষক দিবস

Image
আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান'! শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এদিনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি পালনের উদ্দেশ্য- জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, মানসসম্মত শিক্ষা তথা সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানো।

নোবেল জয় করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Image
তাহলে কি নোবেল জয় করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? গতকাল থেকেই এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে গলব্লাডার অপারেশনের প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ৫ অক্টোবর। গতকাল তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে ৫ অক্টোবর নয়, ৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিলম্বের কারণ যে শারীরিক অসুস্থতা নয় তা স্পস্ট। কারণ, ২৫ সেপ্টেম্বর সোমবার তার অপারেশন হয়। পরদিনই তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে ফিরে আসেন। ২৮ সেপ্টেম্বর থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সাতটি ই- ফাইল ছেড়েছেন বা নিষ্পত্তি করেছেন। শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন’। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে বলেন, ‘তার স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছে, পাশাপাশি যারা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি’। কাজেই সুস্থতার কারণে যে প...

লক্ষাধিক হাজি দেশে ফিরেছেন

পবিত্র হজব্রত পালন শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন সর্বমোট ১ লাখ ২ হাজার ৭০৮ জন হাজি মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ফিরেছেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স যোগে ৪৮ হাজার ৭২০ জন, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ৫৪ হাজার ৩৬ জন হজযাত্রী। ৫ অক্টোবর পর্যন্ত বিমানের ঘোষিত সিডিউল অনুযায়ী ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এবছরই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি মদিনায় হজ ফ্লাইট পরিচালনা করে। বিমানের নিজস্ব ক্রয়কৃত ৪টি ব্রান্ড নিউ বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের পাশাপাশি ওয়েট লিজে ভাড়া করা দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ হজ যাত্রী পরিবহনে ব্যবহার করছে। বিমান ১৮৬ টি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে রেকর্ড সংখ্যক ৬৪ হাজার ৮৭৩ জন হজযাত্রী পরিবহন করে, যা নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে ১,২৭৪ জন বেশি। সূত্র বাংলা ট্রিবিউন

ইউনিটপ্রতি ৬৬ পয়সা মূল্যবৃদ্ধির প্রস্তাব

Image
গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম গড়ে ৬৬ পয়সা (১০ দশমিক ৩৬ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)। তবে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, ওজোপাডিকোর ইউনিটপ্রতি ঘাটতি ১১ পয়সা। গতকাল মঙ্গলবার রাজধানীর টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম পুনর্মূল্যায়নবিষয়ক গণশুনানিতে এই প্রস্তাব দেন ওজোপাডিকোর কর্মকর্তারা। গণশুনানি সঞ্চালনা করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। উপস্থিত ছিলেন বিইআরসির চারজন সদস্য। ওজোপাডিকোর পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিক উদ্দিন ও আরও পাঁচ কর্মকর্তা শুনানিতে উপস্থিত ছিলেন। ওজোপাডিকোর আওতায় রয়েছে বৃহত্তর খুলনা ও বরিশাল অঞ্চলের ২১ জেলা। শুনানির শুরুতে ওজোপাডিকোর প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির ডিজিএম (বাণিজ্যিক) রবীন্দ্রনাথ দত্ত। লিখিত প্রস্তাবে তিনি বলেন, ২০১৬–১৭ অর্থবছরে নিট সরবরাহ ব্যয় ইউনিটপ্রতি ৬ দশমিক ৭৮ টাকা। বিদ্যমান খুচরা ট্যারিফ ইউনিটপ্রতি ৬ দশমিক ৪০ টাকা। ফলে ইউনিটপ্রতি ঘাটতি ৩৮ পয়সা। বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে গত অর্থব...

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আ.লীগ

Image
মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন, এর জন্য তাঁকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দেশের বিশিষ্ট নাগরিক ও দেশবাসীর পক্ষ থেকে ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের সাধারণ নাগরিক ও বিশিষ্ট নাগরিকেরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলের নেতা-কর্মীরা এবং দলের বাইরের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। এ সময় রাস্তায় কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা হবে না। তিনি বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) পাঁচ দফা রোহিঙ্গা সংকট সমাধানে সারা দুনিয়ায় সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে। এটা গ্রহণযোগ্য প্রস্তা...

যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Image
যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার রাত ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা) ওয়াশিংটন ডিসি থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। তিনি আরও জানান, লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন।

মোসাদ্দেকের মা তবু থেমে যায় নি

মূল দরজায় ‘মোসাদ্দেক হোসেন সৈকত’ নামের নিচে লেখা ‘৩২’। বাড়ির নম্বর ভাবলে ভুল করবেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোসাদ্দেক, জার্সির নম্বরই তো তাঁর ঠিকানা! এই যে মাত্র ২১ বছর বয়সী এক তরুণকে সারা দেশের মানুষ একনামে চিনে ফেলল, এর পেছনে বড় অবদান কার? প্রশ্নের উত্তরে মোসাদ্দেক সব সময় বলে এসেছেন মায়ের কথা। সেই মায়ের সঙ্গে দেখা করতেই এক সন্ধ্যায় হাজির হই ময়মনসিংহের এই অলরাউন্ডারের বাড়িতে। ক্রিকেট মাঠে মোসাদ্দেককে লড়াই করতে আমরা দেখেছি। মায়ের সঙ্গে কথা বলতে বলতে বুঝলাম, বড় লড়াকু তো তিনিই!

আমি দেখলাম আমার ছেলে পানিতে পড়ে মারা যাচ্ছে

Image
আমরা যে নৌকায় ছিলাম সেটি সাগর পাড় থেকে একটু দূরে ছিল। খুব জোরে জোরে তুফান আসছিল। তুফানে আমরা নৌকা থেকে ছিটকে যাচ্ছিলাম। আমার ৯ মাসের বাচ্চা আমার কোলে ছিল। আমরা নৌকা থেকে পড়ে যাই। আমি এক হাতে আমার সন্তানকে আরেক হাতে নৌকা ধরে রাখি। তুফান আমাদের আঘাত করতে থাকে। তুফানের পানিতে আমার সন্তানের দম আটকে যেতে থাকে। আমি দেখলাম সে মারা যাচ্ছে।' নুর ফাতিমা। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে আসতে সমুদ্র পাড়ি দেয়ার সময় নিজের হাত দিয়ে ৯ মাসের শিশুসন্তানকে ধরে রেখেও বাঁচাতে পারেননি তিনি। সন্তানের লাশের ওপর হাত রেখে কান্না আর আহাজারি করছিলেন তিনি। ফাতিমাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

National Day

2nd October is the National Productivity Day. Teksai Unnayan O Probriddhir Jonno Utpadonshilota.
Image
absolute alcohol  - common name for high purity ethanol or ethyl alcohol. absolute error  - expression of the uncertainty or inaccuracy of a measurement. absolute temperature  - temperature measured using the Kelvin scale. absolute uncertainty  - the uncertainty of a scientific measurement, given in the same units as the measurement. absolute zero  - the lowest possible state at which matter can exist, 0 K or -273.15°C. absorbance  - measure of the amount of light absorbed by a sample. absorption  - process by which atoms, ions, or molecules enter a bulk phase. absorption spectroscopy  - technique used to determine concentration and structure of a sample based on which wavelengths of liquid are absorbed. absorption spectrum  - graph of amount of absorption as a function of wavelength. absorptivity  - absorption cross section of extinction coefficient, which is the absorbance of a solution per unit path length a...

মেয়েটি কেন গালি দিয়েছিল প্রধানমন্ত্রীকে

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারী মোবাইল ফোনে দুই দুই বার ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করে গ্রেপ্তার হওয়া শিলা খাতুন (২৩) আসলে কে এবং কি তার পরিচয় এই নিয়ে চলছে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা রকম আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, শিলা খাতুন নাটোর শহরের স্টেশন বাজারে সাত মাস ধরে বাসা ভাড়া করে বসবাস করছেন। সঙ্গে রহিমা খাতুন নামে তার ছোট বোনও থাকে। ওই বাসার আশেপাশের লোকজনের সন্দেহ শিলা খাতুন ও তার ছোট বোন পেশাদার যৌনকর্মী। কী কারণে বা কেন শিলা খাতুন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছেন জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, গত ২৯শে সেপ্টেম্বর রাত ১০:৩৯ মিনিটে ০১৭৮৪৫৬৫৮৮৪ মোবাইল নম্বর ব্যবহার করে নাটোর হরিশপুর শিবমন্দির থেকে আমাকে ফোন করে মেয়েটি জিজ্ঞাসা করে, আপনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমি বললাম না আমি জেলা প্রশাসক শাহিনা খাতুন।এরপর সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে গালি দেয়। ওই মেয়েটি আমাকে প্রশ্ন করে হিন্দুদের জন্য প্রধানমন্ত্রী এতো কিছু করছে কেন? মুসলমানদের জন্য করছে না কেন? তাকে উত্তরে যখন বলা হলো সরকার কয়েক লক্ষ মুসল...

প্রয়োজনে দুর্দশাগ্রস্ত মিয়ানমারবাসীর জন্য একবেলা খাব : প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত মিয়ানমারবাসী রোহিঙ্গাদের জন্য তাঁর সরকারের বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য সুবিধাসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, ‘দেশের মানুষ জন্য যদি প্রয়োজন হয় দিনে এক বেলা খেয়ে আরেক বেলার খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগাভাগি করবো।’ রোববার সন্ধ্যায় রিটজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘যদি আমরা ১৬ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারি তাহলে কেন আমরা রোহিঙ্গাদের এই দুর্দিনে আরো পাঁচ থেকে সাত লাখ মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারবো না। আমরা দিনে এক বেলা খেয়ে আরেক বেলার খাবার এই দুর্দশাগ্রস্ত মানুষের সাথে ভাগাভাগি করব।

মানবিকতার পরিবর্তে দামবিকতা কেন?

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এক নতুন রূপে পরিচয় পেয়েছে। কিছুদিন আগেও বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় মিলত বন্যা, ঘুর্ণিঝড়, দুর্নীতি ইত্যদি বিষয়ে। মানব পাচারের দেশ হিসেবেও পরিচয় মিললো বাংলাদেশের যখন কিনা থাইল্যান্ড মালয়েশিয়ায় পাচার হওয়া হাজারো হতভাগা মানুষের গণকবরের সন্ধান মিললো। ইসলামিক উগ্রবাদীদের দ্বারা একের পর এক ব্লগার লেখক প্রকাশ হত্যা সেই সাথে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন মতার্দশ ও ভিনদেশী নাগরিকদের হত্যায় বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচয় মিলতে থাকে ইসলামিক উগ্রবাদীদের নিরাপদ ভূমি হিসেবে। সবকিছু ছাপিয়ে এবার বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় মিলেছে মানবিকতার দেশ হিসেবে। মিয়ানমার সরকারের সেনাবাহিনী সেই সাথে সে দেশের বৌদ্ধ উগ্র মৌলবাদীদের জাতিগত নিধনের কৌশল হিসেবে গণহত্যার শিকার সংখ্যালঘু রোহিঙ্গাদের জীবন রক্ষায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষ। আজ পর্যন্ত পাঁচ লাখেরও অধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বিশ্বমিডিয়া ও রাজনীতি। এত মানবিকতা এত সহনশ...

রোহিঙ্গা সমস্যার সমাধান জাতিসংঘে নয়, চীনের কাছে

মিয়ানমার সামরিক বাহিনীর চলমান রোহিঙ্গা নির্যাতনের চিত্র ২৮ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশ স্পষ্ট করে তুলে ধরেছে। জাতিসংঘ এই নির্যাতনকে গণহত্যা বলে অভিহিত করেছে। মিয়ানমার আগের মতই সকল অভিযোগ অস্বীকার করেছে। মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করে সমস্যা সমাধানের লক্ষ্যে অস্ত্র নিষেধাজ্ঞাসহ সে দেশের সামরিক বাহিনীর উপর কার্যকর পদক্ষেপ নেবার জন্য জোরালো বক্তব্য রেখেছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে চীন বলেছে, এ সমস্যার আশু সমাধান নেই। রাশিয়া রোহিঙ্গা নির্যাতনের দায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) উপর চাপিয়ে বলেছে, মিয়ানমারের উপর বেশী বেশী চাপ দিয়ে লাভ হবে না; শান্তিপূর্ণ সমাধানের পথ সংশ্লিষ্ট দেশ এবং সম্প্রদায় সমূহের মধ্যে সংলাপ লাগবে। চীন এবং রাশিয়ার আপত্তির কারণে বৈঠকের ফলাফল শূন্য। রোহিঙ্গা সমস্যা সমাধানে কোন সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদ গ্রহণ করতে পারেনি। আমেরিকা যেখানে পারে সেখানে চীনের উপর এক হাত নেয়ার চেষ্টা করে যাচ্ছে অনেক দিন থেকে। রোহি...

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ           ১।         একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে কোন যুগ উপহার দিয়েছে?             ক) তথ্য যুগ                    খ) যোগাযোগ যুগ             গ) মোবাইল যুগ              ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগ ২।         বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে—             ক) সময় বেশি কিন্তু খরচ কম হয়    খ) সময় ও খরচ খুবই কম হয়             গ) খরচ বেশি কিন্তু সময় কম হয়    ঘ) সময় ও শক্তি খরচ বেশি হয় ৩।         কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?             ক) বিশ্বায়ন            ...

সৌদিআরবে মদিনায় জীনের পাহাড়

Image

ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ত্রাণ বিতরণের সঙ্গে রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার।

কক্সবাজার থেকে:  মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা আরও জোরদার এবং সমন্বিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য দেশি-বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যোগ দিচ্ছে সেনাবাহিনীর মেডিক্যাল টিমও। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ত্রাণ বিতরণের সঙ্গে রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে অতিরিক্ত দায়িত্ব পালন করতে আসা চট্টগ্রামের সিভিল সার্জন ডা.আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে আমরা বসেছিলাম।  সেনাবাহিনীর মেডিক্যাল কোরের অফিসাররা ছিলেন।  স্বাস্থ্য বিভাগ এবং দেশি-বিদেশি এনজিওর প্রতিনিধিরাও ছিলেন। ‘সেখানে সিদ্ধান্ত হয়েছে, বিচ্ছিন্নভাবে যে যার যার মতো করে রোহিঙ্গাদের যেসব চিকিৎসা দিচ্ছে সেটা বন্ধ করা হবে। আর্মির মেডিক্যাল টিমের সঙ্গে আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করব। ’ কক্সবাজার সদর হাসপাতাল, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমএসএফ হাসপাতাল, আদ্-দ্বীন হাসপাতালে বড় পরিসরে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আবার ...