অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন
১. কোন গ্রুপের অধাতু আয়নিক বন্ধন গঠন করে?

  • ক) ১৩ ও ১৬
  • খ) ১৫ ও ১৭
  • গ) ১৬ ও ১৭
  • ঘ) ১৭ ও ১৮

  • সঠিক উত্তর: (গ)
    ২. কোনটির পারমাণবিক সংখ্যা 36?

  • ক) He
  • খ) Ne
  • গ) Ar
  • ঘ) Kr

  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. লবণের কেলাস গলাতে চিনির চেয়ে বেশি তাপ শক্তি প্রয়োজন, এর কারণ কী?

  • ক) লবণ আয়নিক যৌগ
  • খ) লবণ সমযোজী যৌগ
  • গ) চিনি ধাতব যৌগ
  • ঘ) লবণ নিস্ক্রিয় যৌগ

  • সঠিক উত্তর: (ক)
    ৪. ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত?

  • ক) 36
  • খ) 54
  • গ) 18
  • ঘ) 86

  • সঠিক উত্তর: (ক)
    ৫. হাইড্রোক্সাইডের আধান কীরূপ?

  • ক) -1
  • খ) +1
  • গ) -2
  • ঘ) +3

  • সঠিক উত্তর: (ক)
    ৬. কার্বন-ডাই-অক্সাইড যৌগে কয় জোড়া ইলেকট্রনের শেয়ারিং ঘটে?

  • ক) 1
  • খ) 2
  • গ) 3
  • ঘ) 4

  • সঠিক উত্তর: (ঘ)
    ৭. ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কী?

  • ক) KCI
  • খ) KCI2
  • গ) CaCI
  • ঘ) CaCI2

  • সঠিক উত্তর: (ঘ)
    ৮. O এর যোজনী ইলেকট্রন কত?

  • ক) দুই
  • খ) চার
  • গ) ছয়
  • ঘ) আট

  • সঠিক উত্তর: (গ)
    ৯. কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?

  • ক) Na
  • খ) Pb
  • গ) He
  • ঘ) Cu

  • সঠিক উত্তর: (গ)
    ১০. নিস্ক্রিয় গ্যাসের মধ্যে আকারে সবচেয়ে বড় কে?

  • ক) Kr
  • খ) Xe
  • গ) Rn
  • ঘ) Ar

  • সঠিক উত্তর: (গ)
    ১১. ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করলে মৌলটি কোনটি?

  • ক) ধাতু
  • খ) অধাতু
  • গ) অপধাতু
  • ঘ) নিস্ক্রিয়

  • সঠিক উত্তর: (ক)
    ১২. হাইড্রোজেনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে?

  • ক) একটি
  • খ) দুটি
  • গ) তিনটি
  • ঘ) চারটি

  • সঠিক উত্তর: (ক)
    ১৩. কোন যৌগের স্ফটিক কেলাস রয়েছে?

  • ক) NaI
  • খ) AI2O3
  • গ) CH4
  • ঘ) NH3

  • সঠিক উত্তর: (ক)
    ১৪. F পরমাণুর যোজনী ইলেকট্রন কত?

  • ক) এক
  • খ) তিন
  • গ) পাঁচ
  • ঘ) সাত

  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে-

  • ক) 2,8,2
  • খ) 2,8,8
  • গ) 2,9,2
  • ঘ) 2,10,8

  • সঠিক উত্তর: (খ)
    ১৬. একযোজী যৌগমূলক হল-
    i. অ্যামোনিয়াম
    ii. নাইট্রেট
    iii. ফসফেট
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ১৭. আয়নিক যৌগ নিচের কোন পদার্থে দ্রবীভূত হয়?

  • ক) ইথার
  • খ) পোলার দ্রাবক
  • গ) অপোলার দ্রাবক
  • ঘ) অ্যালকোহল

  • সঠিক উত্তর: (খ)
    ১৮. কোন মৌলটির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করা সহজ?

  • ক) Na
  • খ) C
  • গ) O
  • ঘ) F

  • সঠিক উত্তর: (ক)
    ১৯. নিস্ক্রিয় গ্যাসসমূহের সর্বশেষ স্তর বা যোজ্যতা স্তর ইলেকট্রন দ্বারা-

  • ক) আংশিক পূর্ণ থাকে
  • খ) অর্ধপূর্ণ থাকে
  • গ) পূর্ণ থাকে
  • ঘ) কোনটি অর্ধপূর্ণ আবার কোনটি পূর্ণ থাকে

  • সঠিক উত্তর: (গ)
    ২০. আয়কি বন্ধন গটিত হয় কার কার মধ্যে?

  • ক) অ্যানায়ন ও গ্যাস
  • খ) অ্যানায়ন ও ধাতু
  • গ) অ্যানায়ন ও ক্যাটায়ন
  • ঘ) ক্যাটায়ন ও অধাতু

  • সঠিক উত্তর: (গ)
    ২১. ধাতু অধাতুর সমন্বয়ে সৃষ্ট বন্ধনের নাম কোনটি?

  • ক) আয়নিক
  • খ) সমযোজী
  • গ) ধাতব
  • ঘ) হাইড্রোজেন

  • সঠিক উত্তর: (ক)
    ২২. ক্লোরিন (CI) নিস্ক্রিয় গ্যাসের ইলকট্রন বিন্যাস অর্জন করে-
    i. ইলকট্রন শেয়ার করে
    ii. ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে
    iii. ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ২৩. ধাতুসমূহ সহজেই-
    i. ইলেকট্রন গ্রহণ করে
    ii. ইলেকট্রন ত্যাগ করে
    iii. প্রভাবক হিসেবে কাজ করে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i ও iii

  • সঠিক উত্তর: (খ)
    ২৪. নিস্ক্রিয় মৌলগুলো সাধারণত-
    i. রাসায়নিকভাবে সক্রিয় নয়
    ii. নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় না
    iii. অপর মৌলের সাথে সংযুক্ত হয় না
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫. সোডিয়াম ক্লোরাইডের দ্বিমাত্রিক জালিকার আয়নগুলোর ক্ষেত্রে-
    i. সমধর্মী আয়ন পরস্পর থেকে দূরে অবস্থান করে
    ii. বিপরীতধর্মী আয়ন পরস্পরের নিকটে থাকে
    iii. আয়নগুলো নিউক্লিয়াস একত্রীভূত থাকে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ২৬. H অণুতে বিদ্যমান রাসায়নিক বন্ধন কোনটি?

  • ক) আয়নিক
  • খ) হাইড্রোজেন
  • গ) সমযোজী
  • ঘ) ধাতব

  • সঠিক উত্তর: (গ)
    ২৭. নাইট্রোজেন ডাই-অক্সাইড নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত?

  • ক) 1
  • খ) 2
  • গ) 4
  • ঘ) 3

  • সঠিক উত্তর: (ক)
    ২৮. 2,8,8 কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?

  • ক) He
  • খ) Ne
  • গ) Rn
  • ঘ) Ar

  • সঠিক উত্তর: (খ)
    ২৯. ডাইক্রোমেট মূলকের যোজনী কত?

  • ক) 1
  • খ) 2
  • গ) 3
  • ঘ) 4

  • সঠিক উত্তর: (খ)
    ৩০. ক্যাথোড কী?

  • ক) ধনাত্মক তড়িদ্বার
  • খ) ঋণাত্মক তড়িদ্বার
  • গ) নিরপেক্ষ তড়িদ্বার
  • ঘ) কোনটিই নয়

  • সঠিক উত্তর: (খ)
    ৩১. পর্যায় সারণির মাঝামাঝি অবস্থিত ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন না করার কারণ কী?

  • ক) এদের শেষ শক্তিস্তর পূর্ণ থাকে
  • খ) শেষ শক্তিস্তরে অপূর্ণ থাকে
  • গ) ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের জন্য অধিক শক্তি প্রয়োজন
  • ঘ) সবগুলো

  • সঠিক উত্তর: (গ)
    ৩২. বন্ধনে আবদ্ধ পরমাণু কীরূপ থাকে?

  • ক) অস্থায়ী
  • খ) নিস্ক্রিয়
  • গ) সক্রিয়
  • ঘ) স্থিতিশীল

  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. পারদ (Hg) এর যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক) 1,2
  • খ) 2,3
  • গ) 2,4
  • ঘ) 1,3

  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়-
    i. চিনি
    ii. গ্লুকোজ
    iii. অ্যালকোহল
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. যোজ্যতা ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে কোনটি একমাত্র ব্যতিক্রম অধাতু?

  • ক) কার্বন
  • খ) হাইড্রোজেন
  • গ) ক্লোরিন
  • ঘ) নাইট্রোজেন

  • সঠিক উত্তর: (খ)
    ৩৬. দ্বিযোজী যৌগমূলক হল-
    i. সালফেট
    ii. নাইট্রেট
    iii. কার্বনেট
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (খ)
    ৩৭. নিস্ক্রিয় গ্যাসসমূহ কয় পরমাণুক?

  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার

  • সঠিক উত্তর: (ক)
    ৩৮. মৌলসমূহের ইলেকট্রন কী কারণে নিউক্লিয়াসের সাথে দুর্বল আকর্ষণ কম থাকে?

  • ক) প্রোটন কম থাকে বলে
  • খ) নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলে
  • গ) নিউট্রন বেশি থাকে বলে
  • ঘ) নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষ বলে

  • সঠিক উত্তর: (খ)
    ৩৯. নিচের কোন যৌগে ভ্যান্ডারওয়ালস শক্তি নেই বললেই চলে?

  • ক) CO2
  • খ) NaCI
  • গ) MgO
  • ঘ) AICI3

  • সঠিক উত্তর: (ক)
    ৪০. নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?

  • ক) KF
  • খ) CaS
  • গ) MgO
  • ঘ) CaCI

  • সঠিক উত্তর: (গ)
    ৪১. হাইড্রোজেন নিস্ক্রিয় গ্যাসের কোন বিন্যাস লাভ করে?

  • ক) দ্বৈত
  • খ) ষষ্টক
  • গ) অষ্টক
  • ঘ) অষ্টাদশক

  • সঠিক উত্তর: (ক)
    ৪২. নাইট্রোজেনের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা কত?

  • ক) 4
  • খ) 5
  • গ) 6
  • ঘ) 7

  • সঠিক উত্তর: (খ)
    ৪৩. কোন মৌলের যোজনী ইলেকট্রন 2?

  • ক) He
  • খ) Ar
  • গ) Kr
  • ঘ) Xe

  • সঠিক উত্তর: (ক)
    ৪৪. পরমাণুর মধ্যস্থ কণার চার্জ মূলত স্থৈতিক হওয়ার পরমাণুর বন্ধন শক্তির প্রকৃতি কেমন হবে?

  • ক) চল বৈদ্যুতিক
  • খ) স্থির বৈদ্যুতিক
  • গ) কখনও চল বৈদ্যুতিক কখনও স্থির বৈদ্যুতিক
  • ঘ) চুম্বকীয়

  • সঠিক উত্তর: (খ)
    ৪৫. সমযোজী যৌগ গঠিত হয়-
    i. একই মৌলের পরমাণুর মধ্যে
    ii. ধাতু ও ধাতুর মধ্যে
    iii. নিকটবর্তী তড়িৎ ঋণাত্মক মানসম্পন্ন মৌলের মধ্যে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (খ)
    ৪৬. ক্যাটায়ন ও অ্যানায়নসমূহ কোন বলে আবদ্ধ থাকে?

  • ক) সমযোজী
  • খ) আয়নিক
  • গ) ধাতব
  • ঘ) সন্নিবেশ

  • সঠিক উত্তর: (খ)
    ৪৭. সমযোজী যৌগ কত প্রকার?

  • ক) 1
  • খ) 2
  • গ) 3
  • ঘ) 4

  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. ৬টি পানির অণুতে কয়টি অক্সিজেন অণু বিদ্যমান?

  • ক) 3
  • খ) 4
  • গ) 5
  • ঘ) 6

  • সঠিক উত্তর: (ক)
    ৪৯. সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কী বলা হয়?

  • ক) সমযোজী ইলেকট্রন
  • খ) বন্ধন ইলেকট্রন
  • গ) বন্ধন ইলেকট্রন যুগল
  • ঘ) মুক্ত জোড় ইলেকট্রন

  • সঠিক উত্তর: (গ)
    ৫০. PH3 যৌগে ফসফরাস-এ কয়টি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান?

  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) পাঁচ

  • সঠিক উত্তর: (ক)
    ৫১. চিনির আণবিক সংকেত কোনটি?

  • ক) C6H12O6
  • খ) C12H22O11
  • গ) C5H10O5
  • ঘ) C2H5OH

  • সঠিক উত্তর: (খ)
    ৫২. কোনটি অষ্টক অপূর্ণ?

  • ক) Ne
  • খ) Ar
  • গ) He
  • ঘ) Kr

  • সঠিক উত্তর: (গ) ৫৩.
    অ্যামোনিয়াম মূলকের যোজনী কত?

  • ক) 1
  • খ) 2
  • গ) 3
  • ঘ) 4

  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. একক অণু হিসেবে ঘুরে বেড়ায় কোন যৌগ?

  • ক) NaCI
  • খ) MgO
  • গ) AICI3
  • ঘ) NH3

  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৫. কোনটিতে তিনটি পরমাণু বিদ্যমান?

  • ক) ওজোন
  • খ) ফসফরাস
  • গ) সালফার
  • ঘ) ফ্লোরিন

  • সঠিক উত্তর: (ক)
    ৫৬. SO2 এর অণুর আকৃতি কিরূপ?

  • ক) রৈখিক
  • খ) কৌণিক
  • গ) পিরামিডীয়
  • ঘ) চুতস্তলকীয়

  • সঠিক উত্তর: (খ)
    ৫৭. নিস্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি?

  • ক) 5
  • খ) 6
  • গ) 7
  • ঘ) 8

  • সঠিক উত্তর: (খ)
    ৫৮. গ্রাফাইট কোন মৌলের রূপভেদ?

  • ক) সালফার
  • খ) ফসফরাস
  • গ) সিলিকন
  • ঘ) কার্বন

  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৯. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হল-

  • ক) আন্তঃআণবিক শক্তি
  • খ) রাসায়নিক শক্তি
  • গ) স্থির বৈদ্যুতিক শক্তি
  • ঘ) ভ্যানডারওয়ালস শক্তি

  • সঠিক উত্তর: (ঘ)
    ৬০. নিয়ন কোন ধরনের মৌলের সাথে যুক্ত হয়?

  • ক) যে কোন নিস্ক্রিয় গ্যাস
  • খ) যে মৌলের সর্ববহিস্থ খোলাকে ১ বা ২টি ইলেকট্রন
  • গ) যে মৌলের বহিঃস্থ খোলকে ৭টি ইলেকট্রন
  • ঘ) কোন মৌলের সাথে যুক্ত হয় না

  • সঠিক উত্তর: (ঘ)
    ৬১. ক্যাটায়ন গঠিত হয় কোন ধরনের রাসায়নিক বন্ধনে?

  • ক) সমযোজী
  • খ) ধাতব
  • গ) হাইড্রোজেন
  • ঘ) আয়নিক

  • সঠিক উত্তর: (ঘ)
    ৬২. অষ্টক পূর্ণ কোনটির?

  • ক) Mg
  • খ) Mg+
  • গ) Mg3+
  • ঘ) Mg3+

  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. ম্যাগনেসিয়াম (Mg) পরমাণু ত্যাগ করে-
    i. দ্বি ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়
    ii. যোজ্যতাস্তর পূর্ণ করে
    iii. নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৪. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?

  • ক) He
  • খ) Na
  • গ) Pb
  • ঘ) Cu

  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা?

  • ক) Mg
  • খ) AI
  • গ) Br
  • ঘ) Ar

  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. ইলেকট্রন ত্যাগের মাধ্যমে দ্বি-ধনাত্মক আয়ন সৃষ্টি করে-
    i. ম্যাগসেনিয়াম
    ii. ক্যালসিয়াম
    iii. সিজিয়াম
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ৬৭. কোন দুটি গ্রুপের মৌলের মধ্যে আয়নিক গঠিত হয়?

  • ক) গ্রুপ ১ ও ১৭
  • খ) গ্রুপ ২ ও ১৬
  • গ) গ্রুপ ২ ও ১৭
  • ঘ) সবগুলো

  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৮. তৃতীয় শক্তিস্তেরর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?

  • ক) 8
  • খ) 18
  • গ) 32
  • ঘ) 33

  • সঠিক উত্তর: (খ)
    ৬৯. কার্বন আয়নিক বন্ধন গঠন করে না কেন?

  • ক) এর সর্ববহিস্থ শক্তিস্তরে একাধিক ইলেকট্রন নেই বলে
  • খ) এর সর্ববহিস্থ শক্তিস্তরে ৪টি ইলেকট্রন ত্যাগ করতে প্রচুর শক্তি প্রয়োজন বলে
  • গ) এর সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে
  • ঘ) এর সর্ববহিস্থ শক্তিস্তর ৪টি ইলেকট্রন গ্রহণ করা সহজ বলে

  • সঠিক উত্তর: (খ)
    ৭০. ধাতু ও অধাতুর মধ্যকার বন্ধন কীরূপ?

  • ক) ধাতব বন্ধন
  • খ) সমযোজী বন্ধন
  • গ) আয়নিক বন্ধন
  • ঘ) সন্নিবেশ বন্ধন

  • সঠিক উত্তর: (গ)
    ৭১. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণির যে গ্রুপে স্থান পেয়েছে-

  • ক) ২য় গ্রুপে
  • খ) ৪র্থ গ্রুপে
  • গ) শূণ্য গ্রুপে
  • ঘ) ৭ম গ্রুপে

  • সঠিক উত্তর: (গ)
    ৭২. তড়িৎ পরিবহনের মূল শর্ত কোনটি?

  • ক) আয়নিক যৌগতে হবে
  • খ) সমযোজী যৌগ হতে হবে
  • গ) মুক্ত আয়নের চলাচল হতে হবে
  • ঘ) যৌগের দ্রবণ হতে হবে

  • সঠিক উত্তর: (গ)
    ৭৩. পানির অণুতে-
    i. পোলারিটি আছে
    ii. দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে
    iii. HOH বন্ধন কোণ 1200
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ৭৪. গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কারণ-
    i. এর প্রতিটি পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের মধ্যে তিনটি বন্ধন গঠনে অংশ নেয়
    ii. এর প্রতিটি পরমাণুর একটি মুক্ত ইলেকট্রন থাকে
    iii. এর প্রতিটি পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের সবগুলো বন্ধন গঠনে অংশ নেয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. নিস্ক্রিয় গ্যাসসমূহ-

  • ক) দ্বি-পরমাণুক
  • খ) এক-পরমাণুক
  • গ) কোনটি এক পরমাণুক কোনটি দ্বিপরমাণুক
  • ঘ) সবগুলোই ত্রিপরমাণুক

  • সঠিক উত্তর: (খ)
    ৭৬. রাসায়নিক বন্ধন কী ধরনের বল?

  • ক) আকর্ষণ বল
  • খ) নিরপেক্ষ বল
  • গ) বিকর্ষণ বল
  • ঘ) সংশক্তি বল

  • সঠিক উত্তর: (ক)
    ৭৭. হিলিয়াম বাদে অন্যান্য নিস্ক্রিয় গ্যাসের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন থাকে-

  • ক) ২টি
  • খ) ১৮টি
  • গ) ৮টি
  • ঘ) ৩২টি

  • সঠিক উত্তর: (গ)
    ৭৮. ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অষ্টক পূর্ণ করে-
    i. CI
    ii. O
    iii. Ca
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. নিচের কোনটি অ্যানায়ন?

  • ক) Na
  • খ) CI-
  • গ) F
  • ঘ) H2

  • সঠিক উত্তর: (খ)
    ৮০. নিস্ক্রিয় গ্যাসসমূহের যোজনীয় কত?

  • ক) 2
  • খ) 1
  • গ) 0
  • ঘ) 1 ও 2

  • সঠিক উত্তর: (গ)
    ৮১. CO2 অণুর আকৃতি কেমন?

  • ক) রৈখিক
  • খ) কৌশিক
  • গ) পিরামিডীয়
  • ঘ) চতুস্তলকীয়

  • সঠিক উত্তর: (ঘ)
    ৮২. ধাতবখন্ড উচ্চতাপ, বিদ্যুৎ পরিবাহিতা, নমনীয়তা ও ঘাতসতা বৈশিষ্ট্য বজায় থাকে কী কারণে?

  • ক) সঞ্চারণশীল ইলেকট্রনের উপস্থিতি
  • খ) নিউক্লিয়াসে প্রোটনের উপস্থিতি
  • গ) সমযোজী বন্ধন বিদ্যমান থাকার কারণে
  • ঘ) নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষতার কারণে

  • সঠিক উত্তর: (ক)
    ৮৩. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত বন্ধন-
    i. আয়নিক
    ii. সমযোজী
    iii. সন্নিবেশ
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. নিচের কোন দুটি পরমাণু আয়নিক বন্ধন গঠনে সমর্থ হবে?

  • ক) ক্যালসিয়াম ও কার্বন
  • খ) অ্যালুমিনিয়াম ও কার্বন
  • গ) ক্যালসিয়াম ও অক্সিজেন
  • ঘ) ক্লোরিন ও ফ্লোরিন

  • সঠিক উত্তর: (গ)
    ৮৫. কোনটি নিস্ক্রিয় গ্যাস?

  • ক) হাইড্রোজেন
  • খ) ক্লোরিন
  • গ) আয়োডিন
  • ঘ) জেনন

  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৬. ফ্লোরিন ও অক্সিজেন মিলে কোন যৌগটি উৎপন্ন হবে?

  • ক) FO
  • খ) F2O
  • গ) FO2
  • ঘ) F2O7

  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. পটাসিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?

  • ক) একটি
  • খ) দুইটি
  • গ) তিনটি
  • ঘ) সাতটি

  • সঠিক উত্তর: (ক)
    ৮৮. আয়নিক যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
    i. সাধারণত যৌগের বিক্রিয়া খুব দ্রুত গতিসম্পন্ন
    ii. আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন প্রদান করে
    iii. আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i
  • খ) i ও ii
  • গ) iii
  • ঘ) ii ও iii

  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. কোনো মৌলের শেষ ক্ষপথে ইলেকট্রন থাকলে তাকে কী বলে?

  • ক) দ্বৈত পূর্ণ
  • খ) অষ্টক পূর্ণ
  • গ) অস্থিশীলতা অর্জন
  • ঘ) সক্রিয়তা অর্জন

  • সঠিক উত্তর: (খ)
    ৯০. কোনটি আয়নিক যৌগ?

  • ক) CO2
  • খ) H2O
  • গ) NO2
  • ঘ) CaO

  • সঠিক উত্তর: (ঘ)
    ৯১. নিস্ক্রিয় গ্যাসসমূহ-
    i. অধিক সুস্থিত হয়
    ii. কম সুস্থির হয়
    iii. সহজে বিক্রিয়ায় অংশ নেয়
    নিচের কোনটি সঠিক?

  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ৯২. মুক্ত-জোড় ইলেকট্রন বলতে কী বুঝায়?

  • ক) বন্ধন গঠনে ব্যবহৃত ইলেকট্রন যুগল
  • খ) বন্ধন গঠনে অব্যবহৃত ইলেকট্রন যুগল
  • গ) বন্ধন গঠনে পরোক্ষভাবে সাহায্যকারী ইলেকট্রন যুগল
  • ঘ) বন্ধন গঠনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল

  • সঠিক উত্তর: (খ)
    ৯৩. অধাতুগুলো তাদের অষ্টক পূর্ণ করে-
    i. ইলেকট্রন দান করে
    ii. ইলেকট্রন গ্রহণ করে
    iii. ইলেকট্রন শেয়ার করে
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (গ)
    ৯৪. যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ মুক্ত থাকে তাকে কী বলে?

  • ক) ইলেকট্রন আসক্তি
  • খ) তড়িৎ ঋণাত্মকতা
  • গ) রাসায়নিক বন্ধন
  • ঘ) ভ্যানডার ওয়ালস বল

  • সঠিক উত্তর: (গ)
    ৯৫. C এর যোজনী-
    i. 2
    ii. 3
    iii. 4
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (খ)
    ৯৬. আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কেমন?

  • ক) গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কম
  • খ) গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্কও বেশি
  • গ) গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্কও কম
  • ঘ) গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক বেশি

  • সঠিক উত্তর: (খ)
    ৯৭. দ্বৈত নিয়ম ও অষ্টক নিয়মে পরমাণুসমূহ-

  • ক) স্থিতিলীলতা অর্জিত হয়
  • খ) অস্থিতিশীল হয়ে পড়ে
  • গ) রাসায়নিকভাবে সক্রিয়
  • ঘ) বিস্ফোরিত হয়

  • সঠিক উত্তর: (ক)
    ৯৮. অ্যানোড কী?

  • ক) ধনাত্মক তড়িদ্বার
  • খ) ঋণাত্মক তড়িদ্বার
  • গ) নিরপেক্ষ তড়িদ্বার
  • ঘ) কোনোটিই নয়

  • সঠিক উত্তর: (ক)
    ৯৯. LiF যৌগে-
    i. ধাতব আয়নের ইলেকট্রন সংখ্যা ২টি
    ii. অধাতব আয়নের ইলেকট্রন সংখ্যা ১৮টি
    iii. স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান
    নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i ii ও iii

  • সঠিক উত্তর: (ক)
    ১০০. কোন শক্তিস্তরে দ্বৈত বা অষ্টক পূর্ণ হয়?

  • ক) প্রথম
  • খ) দ্বিতীয়
  • গ) তৃতীয়
  • ঘ) শেষ

  • সঠিক উত্তর: (ঘ)
    ১০১. আয়নিক যৌগের বৈশিষ্ট্য কোনটি?

  • ক) নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
  • খ) এরা সকলেই পানিতে দ্রবণীয়
  • গ) এর বিদ্যুৎ পরিবাহী নয়
  • ঘ) এর জলীয় দ্রবণে আয়নিত হয় না

  • সঠিক উত্তর: (খ)

    Comments

    Popular posts from this blog

    Messi in harness as Argentina promise fireworks

    সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ