গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে ওই এলাকার ‘মামুন নীট ওয়্যার লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়াস সার্ভিস যাওয়া আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে কারখানা ভবনের চতুর্থ তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তারা পৌঁছানোর আগে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে ড্যাম্পিং ও মালামাল উদ্ধার করে বলে জানান তিনি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
Posts
Showing posts from 2016
সময় সূচী
- Get link
- X
- Other Apps
● জাতীয় জাদুঘর ● আহসান মঞ্জিল ● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ● মুক্তিযুদ্ধ জাদুঘর ● শিশু একাডেমী জাদুঘর ● জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ● সামরিক জাদুঘর ● লালবাগ কেল্লা ● জাতীয় উদ্ভিদ উদ্যান ● শহীদ জিয়া শিশু পার্ক ● ঢাকা চিড়িয়াখানা ● বঙ্গবন্ধু নভোথিয়েটার ● বাহাদুর শাহ পার্ক ● বলধা গার্ডেন ● নন্দন পার্ক ● ফ্যান্টাসী কিংডম ● স্টার সিনেপ্লেক জাতীয় জাদুঘর – শাহবাগ অক্টোবর থেকে মার্চ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার শুক্রবার- বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত শনিবার – বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এপ্রিল থেকে সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার শনিবার – বুধবার সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত শুক্রবার- বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত প্রবেশ মূল্য: ৩ – ১২ বছর পর্যন্ত ৫ টাকা, ১২ বছর এর উপরে ১০ টাকা, বিদেশী দর্শনার্থী ৭৫ টাকা। জাতীয় দিবসগুলো যেমন – পহেলা বৈশাখ, ২৬শে মার্চ ও ২১শে ফ্রেব্রুয়ারিতে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। ফোন: ৮৬১৯৩৯৬-৯৯ সরকারি ছুটির দিন বন্ধ থাকে ...
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ বছর বয়সী সেই বাছিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছেন
- Get link
- X
- Other Apps
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ বছর বয়সী সেই বাছিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছেন। মহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৯নং কক্ষের প্রথম বেঞ্চেই তার সিট হয়েছে। বাছিরন নেছার রোল নং ৫৯৪১। পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষা ভালোভাবে দিয়েছেন বলে জানালেন বাছিরন নেছা। বাকী পরীক্ষাগুলো সফলভাবে দেবেন বলেও জানালেন তিনি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে বাছিরন নেছা জানালেন, এটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আমি ভালো রেজাল্ট করে দেশকে দেখাতে চাই, লেখা পড়ার কোন বয়স নেই। আমি মাধ্যমিক বিদ্যালয় পাশ করে কলেজও পড়াশোনা করতে চাই। আমি আমার স্বপ্ন পূরণে সকালের সহযোগিতা কামনা করছি। পরীক্ষা কেন্দ্রে তাকে সাহস যোগাতে সঙ্গে এসেছেন ভাইয়ের বউ (ভাবী) ইন্দোনেশিয়ার মারনি, নাতি নাহিদ হাসান ও পড়শিরা। মহাম্মদপুর সরকারী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মধ্যে বাছিরন নেছা একমাত্র বয়স্ক ছাত্রী বলে জানালেন কেন্দ্র সচীব জিয়া মহাম্মদ আহসান মাছুম। এদিকে বাছিরন নেছার পরীক্ষার...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখেছিল সিরিয়ার মাত্র ৬ বছর বয়সী একটি বালক অ্যালেক্স
- Get link
- X
- Other Apps
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখেছিল সিরিয়ার মাত্র ৬ বছর বয়সী একটি বালক অ্যালেক্স। তখন সে ছিল নিউ ইয়র্কে। সিরিয়ার গৃহযুদ্ধের এক পর্যায়ে আলেপ্পোতে বোমা হামলা করা হয়। তাতে রক্তাক্ত ওমরান দাকনিশ নামের একটি শিশুকে ধুলোবালির স্তূপ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে দেখা যায়। এ ছবি দেখে ভীষণভাবে মনে নাড়া লেগেছিল অ্যালেক্সের। ফলে সে প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চিঠি লেখে। তাতে সে জানতে চায়, ওমরান কি কোনোদিনও তার বাড়িতে ফিরতে পারবে। সেই চিঠি বারাক ওবামাকেও ভীষণভাবে নাড়া দিয়েছিল। তাই তিনি অ্যালেক্সকে আমন্ত্রণ জানান হোয়াইট হাউজে। তবে কবে অ্যালেক্স হোয়াইট হাউজে এসেছিল তা পরিস্কার করে জানা যায় নি। কিন্তু হোয়াইট হাউজ থেকে পোস্ট করা এক টুইটে দেখা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাত করছে অ্যালেক্স। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ওমরান দাকনিশকে ওই অবস্থায় উদ্ধার করার ছবি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। এ নিয়ে অ্যালেক্সের লেখা চিঠিতে ওবামা এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন য...
মুক্তিযোদ্ধাদের জীবনমানের উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবই করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- Get link
- X
- Other Apps
মুক্তিযোদ্ধাদের জীবনমানের উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবই করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আজ বাংলাদেশকে যে গড়ে তুলতে পারছি, বাঙালি জাতি হিসেবে বিশ্বে যে সন্মান আমরা পাচ্ছি; এখানে আপনাদের বিরাট অবদান রয়েছে। আপনাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আজ দেশ স্বাধীন হয়েছে। “কাজেই আমাদের বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা যা করনীয় আমি তা করে যাব।” ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এই অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ৭০ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এরমধ্যে সশস্ত্র বাহিনীর ২০ জন মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হয়; যা ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন তারা। শেখ হাসিনা বলেন, “আমি জানি আপনজন হারানোর বেদনা কত কষ্টের। সেই বেদনা বুকে নিয়েও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে যারা আপনজন হারিয়েছেন বা পঙ্গু হয়ে আছেন বা যারা অবদান...
বাজাজের নতুন কমিউটার মটরসাইকেল ‘বাজাজ ভি’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো দেশের অটোমোবাইল আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স।
- Get link
- X
- Other Apps
বাজাজের নতুন কমিউটার মটরসাইকেল ‘বাজাজ ভি’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো দেশের অটোমোবাইল আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এ মটরসাইকেলের বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান এবং পরিচালক ও ডিলাররাও এ সময় উপস্থিত ছিলেন। উত্তরা মোটর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার থেকে সারাদেশে উত্তরা মোটর্সের শো-রুমে ‘বাজাজ ভি’ পাওয়া যাবে। মটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস ভিক্রান্ত’ ভেঙে পাওয়া লোহা ও অন্যান্য ধাতু ‘বাজাজ ভি’ তৈরিতে ব্যবহার করা হয়েছে।
Prime Minister Sheikh Hasina today greeting members of the armed forces on the occasion of the Armed Forces Day-2016 to be observed tomorrow.
- Get link
- X
- Other Apps
Prime Minister Sheikh Hasina today greeting members of the armed forces on the occasion of the Armed Forces Day-2016 to be observed tomorrow. In a message on the eve of the day, she said, the Awami League government is making all-out efforts for modernization of the armed forces, reports BSS. Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman had started the work to build modern armed forces in the independent Bangladesh, she added. She said the armed forces developed by Bangabandhu are showing the signs of professionalism and efficiency in their all activities. The Prime Minister said that the entire Bangalee nation joined the War of Liberation in 1971 at the call of Bangabandhu, the greatest Bangalee of all time. "During the War of Liberation led by Awami League government on this day (November 21) in 1971, patriotic people, Muktibahini, the armed forces and different paramilitary forces launched combined attacks against the occupation forces," she s...
113 persons were killed and around 100 injured before dawn on Sunday when 14 coaches of the Indore-Patna Express derailed near Kanpur.
- Get link
- X
- Other Apps
In one of the worst rail disasters in the country, 113 persons were killed and around 100 injured before dawn on Sunday when 14 coaches of the Indore-Patna Express derailed near Kanpur. The tragedy occurred when the Patna-bound train's coaches ran off the rails shortly after 3am near Pukhrayan station, about 60km from Kanpur city in Uttar Pradesh, railway and police officials said. It was not clear what caused the derailment. Inspector General of Police Prabhakar Chowdhary told IANS that 113 had died and 49 still warded in different hospitals had been shifted to Kanpur. All others have been given first aid and discharged. The deaths could rise as some passengers were in critical condition. Panic set in when the coaches derailed in darkness, throwing scores of sleeping passengers over one another. Many took a while to realise that a tragedy had hit the train. Passengers who survived related that there was screaming and shouting as many of the injured were in agony....
শীতে শিশুদের ডায়রিয়া বেড়ে যায়।
- Get link
- X
- Other Apps
শীতে শিশুদের ডায়রিয়া বেড়ে যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৬৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সুবাস চন্দ্র সাহা। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। প্রশ্ন : শিশুদের ডায়রিয়ার খুব বেশি প্রাদুর্ভা উত্তর : আমাদের দেশে তো বছরব্যাপী ডায়রিয়ার একটি প্রাদুর্ভাব আছে। কিছু কিছু ঋতুতে ঋতুর বিষয়গুলোও আসে। যেমন শীতকালের শুরুতে শিশুদের ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে। প্রথমে আসি ডায়রিয়া কেন হয়? সে ক্ষেত্রে অধিকাংশ কারণ ভাইরাসজনিত। রোটা ভাইরাস। এ ছাড়া অন্যান্য কিছু কারণও আছে। সম্ভবত শীতের এই ঋতুগুলোতে যে ভাইরাস দিয়ে ডায়রিয়া সংক্রমিত হয়, সে এই পরিবেশে বেশি বেঁচে থাকতে পারে। যে কারণে এই ঋতুতে ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রশ্ন : এ ক্ষেত্রে কত বছর শিশুদের বেশি সমস্যাটি হয়? উত্তর : ডায়রিয়া তো সব বয়সেই হতে পারে। ডায়রিয়াজনিত কারণে মৃত্যুহারও বেশি হয়। আমাদের দেশের শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো ডায়রিয়া। আমি যদি চার-পাঁচটি রোগের নাম বলি, যার মধ্যে শিশুমৃত্যুর হার বেশি—নিউমোনিয়া, ...
আজ সমাপনি পরীক্ষা 2016 চলছে ।
- Get link
- X
- Other Apps
দেশের সাত হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, যাতে এবার অংশ নিচ্ছে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীরা প্রথম দিন অংশ নিচ্ছে ইংরেজি পরীক্ষায়। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। সমাপনী পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার রাজধানীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে সমাপনী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব স্বপন কুমার রায় জানান, নির্ধারিত সময়েই তার কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। বিভিন্ন স্কুল থেকে প্রাথমিকে ৭৬৯ জন এবং ইবতেদায়িতে ৮ জন এ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ক্ষুদেদের সমাপনী পরীক্ষায় গত বছর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন অংশ নিয়েছিল। সেই হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ২৪ হাজার ২২৬ জন। >> প্রাথমিক সমপানীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র; ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। >> ইবেতেদায়ির ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৭ হ...
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকসহ দেশের সব শ্রমিকের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি দেবে সরকার।
- Get link
- X
- Other Apps
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকসহ দেশের সব শ্রমিকের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি দেবে সরকার। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, যেসব শ্রমিকের সন্তান ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে এ-প্লাস পেয়ে জিপিএ-৫ পেয়েছে তাদের এককালীন ২৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আগামী ৩০ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।বৃত্তির আবেদন ফরম শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছাড়াও অধীনস্ত সরকারি অফিসে পাওয়া যাবে। সেপ্টেম্বরে বৃত্তির টাকা হস্তান্তর করা হবে। এক প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারখানায় যারা কাজ করেন (প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান) তাদের বাইরেও কৃষক, রিকশা চালক, মাটিকাটা শ্রমিক, গৃহীনিসহ সব ধরনের শ্রমিকদের মেধাবী সন্তানদের এই বৃত্তি দেওয়া হবে। এছাড়া সরকারি বিশ্ববিদ্যায়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া শ্রমিকদের সন্তানদের সর্বোচ্চ তিন লাখ টাকা বৃত্তি দেওয়া হবে জানিয়ে চুন্নু বলেন, এই বৃত্তির জন্য ব...
Ntrca e-Application Form can be submitted from 20 July, 2016 to 10 August, 2016
- Get link
- X
- Other Apps
Apply here NTRCA e-Application Form Apply Online 2016. Non-Government Teacher Registration e-Application Form Online available here www.ngi.teletalk.com.bd or http://ntrca.gov.bd/e-application. NTRCA e-Application Online Form for 1 NTRCA Exam To 12 NTRCA Exam as well as NTRCA Special Exam 2010. Those Candidates able to Apply for the available vacant post of different institutes under NTRCA. So, Apply for NTRCA Teachers’ Recruitment Online Application Form Now. Read more at: http://bdresults24.com/ntrca-e-application-form-apply-online/ Copyright © BD Results 24 NTRCA e-Application Form Apply Online 2016. Non-Government Teacher Registration e-Application Form Online available here www.ngi.teletalk.com.bd or http://ntrca.gov.bd/e-application. NTRCA e-Application Online Form for 1 NTRCA Exam To 12 NTRCA Exam as well as NTRCA Special Exam 2010. Those Candidates able to Apply for the available vacant post of different institutes under NTRCA. So, Apply for NTRCA Teac...
basic chemistry
- Get link
- X
- Other Apps
Chemistry is a logical science. You can master the essential concepts yourself. You can study these concepts in any order, but it's probably best to start from the top and work your way down, since many concepts build on understanding units, conversion and how atoms and molecules interact. Introduction to Chemistry : Learn about what chemistry is, what chemists do, and why you would want to study this science. Units & Measurements: Get a handle on the metric system and the commom units used in chemistry. The Scientific Method: Scientists, including chemists, are systematic about the way they study the world. Find out how to use the scientific method to collect data and design experiments. The Elements : Elements are a basic building block of matter. Learn what an element is and get facts for them. The Periodic Table: The Periodic Table is a way elements can be organized, based on their similar properties. Find out what th...
- Get link
- X
- Other Apps
Thermochemical equations are just like other balanced equationsexcept they also specify the heat flow for the reaction. The heat flow is listed to the right of the equation using the symbol ΔH. The most common units are kilojoules, kJ. Here are two thermochemical equations: H 2 (g) + ½ O 2 (g) → H 2 O (l); ΔH = -285.8 kJ HgO (s) → Hg (l) + ½ O 2 (g); ΔH = +90.7 kJ When you write thermochemical equations, be sure to keep the following points in mind: Coefficients refer to the number of moles. Thus, for the first equation, -282.8 kJ is the ΔH when 1 mol of H 2 O (l) is formed from 1 mol H 2 (g) and ½ mol O 2 . Enthalpy changes for a phase change, so the enthalpy of a substance depends on whether is it is a solid, liquid, or gas. Be sure to specify the phase of the reactants and products using (s), (l), or (g) and be sure to look up the correct ΔH from heat of formation tables. The symbol (aq) is used for species in water (aqueous)...
Enthalpy Change Problem
- Get link
- X
- Other Apps
Estimate the change in enthalpy , ΔH, for the following reaction: H 2 (g) + Cl 2 (g) → 2 HCl (g) Solution To work this problem, think of the reaction in terms of simple steps: Step 1 The reactant molecules, H 2 and Cl 2 , break down into their atoms H 2 (g) → 2 H(g) Cl 2 (g) → 2 Cl(g) Step 2 These atoms combine to form HCl molecules 2 H (g) + 2 Cl (g) → 2 HCl (g) In the first step, the H-H and Cl-Cl bonds are broken. In both cases, one mole of bonds is broken. When we look up the single bond energies for the H-H and Cl-Cl bonds, we find them to be +436 kJ/mol and + 243 kJ/mol, therefore for the first step of the reaction: ΔH1 = +(436 kJ + 243 kJ) = +679 kJ Bond breaking requires energy, so we expect the value for ΔH to be positive for this step.
- Get link
- X
- Other Apps
A molecule is a combination of two or more atoms that are held together by chemical bonds, such as covalent bonds and ionic bonds. A molecule is the smallest unit of a compound that still displays the properties associated with that compound. Molecules may contain two atoms of the same element, such as O 2 and H 2 , or they may consist of two or more different atoms, such as CCl 4 and H 2 O. In the study of chemistry, molecules are usually discussed in terms of their molecular weights and moles. Ionic compounds, such as NaCl and KBr, do not form traditional discrete molecules like those formed by covalent bonds. In their solid state, these substances form a three-dimensional array of charged particles. In such a case, molecular weight has no meaning, so the term formula weight is used instead. Molecular Weight and Formula Weight The molecular weight of a molecule is calculated by adding the atomic weights (in ...