কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ

গত ২৩ অক্টোবর রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহ সারা দেশে  মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শনিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন।
এর আগে গত ১৪ অক্টোবর তারা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস ও ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । এই মহাসমাবেশে পুলিশ শিক্ষকদের উপর হামলা করেন বলে তারা দাবি করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে আমরা আন্দোলন করছি। আগামী ১৩ নভেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেয়া না হলে আমরা আগামী বার্ষিক ও সমাপনী পরীক্ষা এবং বই বিতরণ অনুষ্ঠান বর্জন করবো।

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন