আই ফোন টেনের উত্তরসূরি আইফোন ১১ ৷
আইফোন টেনের উত্তরসূরি আইফোন ১১! এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার। কিন্তু বিক্রিতে ভাটা পড়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতেও এর আগের আইফোন মডেলগুলোর মতো অর্ডার পড়ছে না। এরই মধ্যে খবর এসেছে, অ্যাপেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনে ছাড়ে বিক্রি হচ্ছে আইফোনের নতুন তিনটি ডিভাইস।
শুক্রবার চীনের বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১১ লাইনআপ। স্টোরের সামনে অল্প সংখ্যক ক্রেতার সারি দেখা গেছে। শাংহাই এবং বেইজিং অ্যাপল স্টোরের সামনে গ্রাহকের সংখ্যা ছিল হাতেগোণা কয়েক ডজন। অথচ এর আগের আইফোন মডেলগুলোর ক্ষেত্রে দোকানের সামনে শত শত ক্রেতার দীর্ঘ সারি ছিল। অন্যান্য দেশেও অনেকটা একই অবস্থা।
জানা গেছে, ফ্লিপকার্টে এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আইফোনে পাওয়া যাবে ৬ হাজার টাকা ছাড়। আর আইফোন ১১ প্রো কিনলে পাওয়া যাবে ৭ হাজার টাকার ডিসকাউন্ট। এছাড়া ফ্লিপকার্ট থেকে পুরোনো ফোন বিনিময় করে যদি আইফোন ১১ কেনেন তাহলে আরো ১৪,৬৫০ টাকা ছাড় পাবেন। সঙ্গে ইএমআই সুবিধা তো থাকছেই! অর্থাৎ আপনি ২০ হাজার টাকা ছাড়ে কিনতে পাচ্ছেন ডিভাইসটি।
শুক্রবার চীনের বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১১ লাইনআপ। স্টোরের সামনে অল্প সংখ্যক ক্রেতার সারি দেখা গেছে। শাংহাই এবং বেইজিং অ্যাপল স্টোরের সামনে গ্রাহকের সংখ্যা ছিল হাতেগোণা কয়েক ডজন। অথচ এর আগের আইফোন মডেলগুলোর ক্ষেত্রে দোকানের সামনে শত শত ক্রেতার দীর্ঘ সারি ছিল। অন্যান্য দেশেও অনেকটা একই অবস্থা।
জানা গেছে, ফ্লিপকার্টে এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আইফোনে পাওয়া যাবে ৬ হাজার টাকা ছাড়। আর আইফোন ১১ প্রো কিনলে পাওয়া যাবে ৭ হাজার টাকার ডিসকাউন্ট। এছাড়া ফ্লিপকার্ট থেকে পুরোনো ফোন বিনিময় করে যদি আইফোন ১১ কেনেন তাহলে আরো ১৪,৬৫০ টাকা ছাড় পাবেন। সঙ্গে ইএমআই সুবিধা তো থাকছেই! অর্থাৎ আপনি ২০ হাজার টাকা ছাড়ে কিনতে পাচ্ছেন ডিভাইসটি।
Comments
Post a Comment