লক্ষাধিক হাজি দেশে ফিরেছেন

পবিত্র হজব্রত পালন শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন সর্বমোট ১ লাখ ২ হাজার ৭০৮ জন হাজি
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ফিরেছেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স যোগে ৪৮ হাজার ৭২০ জন, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ৫৪ হাজার ৩৬ জন হজযাত্রী।
৫ অক্টোবর পর্যন্ত বিমানের ঘোষিত সিডিউল অনুযায়ী ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এবছরই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি মদিনায় হজ ফ্লাইট পরিচালনা করে। বিমানের নিজস্ব ক্রয়কৃত ৪টি ব্রান্ড নিউ বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের পাশাপাশি ওয়েট লিজে ভাড়া করা দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ হজ যাত্রী পরিবহনে ব্যবহার করছে।
বিমান ১৮৬ টি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে রেকর্ড সংখ্যক ৬৪ হাজার ৮৭৩ জন হজযাত্রী পরিবহন করে, যা নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে ১,২৭৪ জন বেশি।
সূত্র বাংলা ট্রিবিউন

Comments

Popular posts from this blog

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন