চালের অবৈধ মজুদ রাখার অভিযোগে বাংলাদেশ চালকল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।
আজ রোববার বিকেলে সচিবালয়ে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও করণীয় সংক্রান্ত বৈঠক শেষে জেলা প্রশাসকদের (ডিসি) এ নির্দেশ দেন মন্ত্রী। এ ছাড়া চালের অবৈধ মজুদকারী অন্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
তোফায়েল বলেন, অবৈধভাবে মজুদকারীদের জন্য চালের দাম বাড়ছে। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালের অবৈধ মজুদ পেলেই মালিককে গ্রেপ্তার করতে হবে।


বৈঠকে চাল সংকট কাটাতে দেশের কোথায় এবং কোন গুদামে চাল মজুদ আছে সে বিষয়টি জানতে চান বাণিজ্যমন্ত্রী। বৈঠকের একপর্যায়ে বাংলাদেশ চালকল সমিতির  সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নাম উঠে আসে।
জানা গেছে, আবদুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া ও নওগাঁয় তাঁর চালের মিল ও গুদাম আছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ওই গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। এ সময় তাকে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি জানতে পেরে বাণিজ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে নওগাঁর ডিসি ও কুষ্টিয়ার এডিসি ও দুই জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, ‘রশিদের মতো মানুষকে কোন আইনে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়? তিনি অতিরিক্ত চাল মজুদ করে যে অপরাধ করেছেন তাতে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা উচিত ছিল। এ মুহূর্তে আবারও তাঁর গুদামে অভিযান চালান। সেখানে মজুদ করা অতিরিক্ত চাল ও ধান জব্দ করে তাঁকে গ্রেপ্তার করুন।’
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘একইভাবে আমি সব জেলার ডিসিদের সঙ্গে ফোনে কথা বলব। যেখানে চালের গুদাম আছে সেখানে অভিযান চালানো হবে। অতিরিক্ত মজুদ রাখলে মিল মালিকদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। কারণ তাঁরা সিন্ডিকেট করে বাজারে চাল সংকটের গুজব ছড়িয়েছে। তাঁরাই সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।’
বাণিজ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সরকারকে বেকায়দায় ফেলতে তারা ষড়যন্ত্র করছে।’
তোফায়েল বলেন, ‘আগামী মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে সব মিল মালিক অ্যাসোসিয়েশন, আমদানিকারক অ্যাসোসিয়েশন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানে যদি প্রমাণিত হয় আবদুর রশিদ ও লায়েক আলীর অ্যাসোসিয়েশন চাল সংকটের জন্য দায়ী, তবে তাঁদের অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।’


Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন