ময়মনসিংহে এক বিকাশ এজেন্টকে খুন


ময়মনসিংহে এক বিকাশ এজেন্টকে খুন করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হরিপদ দাস (৩৫) কেওয়াটখালী এলাকার সহপদ দাসের ছেলে। পাটগুদাম সেতু মোড়ে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন তিনি।

ওসি কামরুল বলেন, “রাতে দোকান বন্ধ করে ২ লাখ ৬৩ হাজার টাকা নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন হরি। এ সময় ৪/৫ জন লোক হরিকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। ”

পরে স্থানীয়রা হরিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

Popular posts from this blog

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন