মেশিন রিডেবল স্মার্ট এনআইডি কার্ডে সব তথ্য থাকবে

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, মেশিন রিডেবল স্মার্ট এনআইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) নাগরিকদের সব তথ্য থাকবে। এতে নাগরিকদের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য থাকবে। এই জাতীয় পরিচয়পত্র জাতীয় সম্পদ।

আজ শনিবার রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ কথা বলেন।
রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইলেকশন কমিশনের (বিইসি) আঞ্চলিক নির্বাচন কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে।
রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সারফুদ্দিন আহমেদ, ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রংপুরের মেয়র সরফুদ্দিন আহমেদসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মার্ট এনআইডি কার্ড হস্তান্তরের মধ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেন।

Comments

Popular posts from this blog

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন