অধ্যায় - ১২ আমাদের জীবনে রসায়ন


অধ্যায় - ১২ আমাদের জীবনে রসায়ন
১. শিল্প গ্রেডের CaC2-এ কোন বিষাক্ত মৌলদ্বয় বিদ্যমান?
  • ক) N ও P
  • খ) S ও N
  • গ) As ও P
  • ঘ) As ও N
  • সঠিক উত্তর: (গ)
    ২. বায়োডিগ্রেডেবল যৌগসমূহ – কর্তৃক বিয়োজিত হয়?
  • ক) H2SO4 এসিড
  • খ) অণুজীব
  • গ) অ্যালকোহল
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (খ)
    ৩. গ্রিক ও রোমানরা কত বছর পূর্বে সাবান ব্যবহার করত?
  • ক) 100 বছর
  • খ) 2500 বছর
  • গ) 1500 বছর
  • ঘ) 3000 বছর
  • সঠিক উত্তর: (খ)
    ৪. ফল পাকানোর গুদাম ঘরে কী পরিমাণ ইথিলিন গ্যাস থাকা প্রয়োজন?
  • ক) 1%
  • খ) 2%
  • গ) 0.01%
  • ঘ) 0.1%
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫. RX(1)+KOH(aIc)→A+KX+H2O; A থেকে সরাসরি উৎপাদন সম্ভব –
    i. অ্যালকিন
    ii. অ্যালকোহল
    iii. ফ্যাটি এসিড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬. কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড?
  • ক) C15H31COOH
  • খ) C17H35COOH
  • গ) C17H33COOH
  • ঘ) C15H35COOH
  • সঠিক উত্তর: (গ)
    ৭. ব্লিচিং পাউডার –
    i. আমাদের দেশের সবচেয়ে পরিচিত ব্লিচ
    ii. এটি কাপড়ের দাগ উঠানোর জন্য ব্যবহার করা হয়
    iii. এর সংকেত Ca(OH)2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮. ডিটারজেন্ট অণুর গঠন সাবানের অণুর –
  • ক) থেকে ভিন্ন
  • খ) একই
  • গ) একে অপরের সমাণু
  • ঘ) অভিন্ন
  • সঠিক উত্তর: (ক)
    ৯. ফুড প্রিজারভেটিভস্ সোডিয়াম বেনজোয়েট এর গ্রহণযোগ্য মাত্রা কত?
  • ক) 0.001%
  • খ) 0.01%
  • গ) 0.1%
  • ঘ) 0.02%
  • সঠিক উত্তর: (গ)
    ১০. রং বা পেইন্ট শিল্পে ফিলার হিসেবে ব্যবহার করা হয় নিচের কোনটি?
  • ক) NaHCO3
  • খ) Ca(OCl)Cl
  • গ) NH3
  • ঘ) CaCO3
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১. কোনটি অলিভ তেলের উপাদান?
  • ক) গ্লিসারিল
  • খ) গ্লিসারিল প্যামিটেট
  • গ) গ্লিসারিল অলিয়েট
  • ঘ) গ্লিসারিল স্টিয়ারেট
  • সঠিক উত্তর: (গ)
    ১২. ভালো ফলন হয় না কোন মাটিতে?
  • ক) এসিডীয় মাটি
  • খ) দোআঁশ মাটি
  • গ) পলিমাটি
  • ঘ) ক্ষারীয় মাটি
  • সঠিক উত্তর: (ক)
    ১৩. নিচের কোনগুলো প্রিজারভেটিভস –
    i. সোডিয়াম বেনজোয়েট
    ii. ফরমালিন
    iii. বেনজয়িক এসিড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪. বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?
  • ক) 20%
  • খ) 40%
  • গ) 60%
  • ঘ) 80%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. চুনাপাথর, অ্যামোনিয়া গ্যাস ও খাবার লবণ ব্যবহার করে কী প্রস্তুত করা হয়?
  • ক) ভিনেগার
  • খ) সোডা অ্যাস
  • গ) টয়লেট ক্লিনার
  • ঘ) বেকিং পাওডার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬. কোনটি ডিটারজেন্টের বৈশিষ্ট্য?
  • ক) পানিতে কম দ্রবণীয়
  • খ) খর পানিতে অদ্রবণীয় গাঁদ সৃষ্টি করে
  • গ) অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করা যায়
  • ঘ) শুধু কঠিন আকারে পাওয়া যায়
  • সঠিক উত্তর: (গ)
    ১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর –
    i. লবণ ছাড়া খাদ্যসামগ্রী কল্পনা করা যায় না
    ii. মাছ-মাংস ও সুস্বাদু করার জন্য সিরকা ব্যবহার করা হয়
    iii. কেক বা পিঠা ফোলানোর জন্য বেকিং পাউডার ব্যবহার হয়v নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?
  • ক) গ্লিসারিন
  • খ) মিথানল
  • গ) অ্যালকোহল
  • ঘ) এস্টার
  • সঠিক উত্তর: (ক)
    ১৯. পাকস্থলিতে কোন এসিড উৎপন্ন হয়?
  • ক) HNO3
  • খ) H2SO4
  • গ) HClO4
  • ঘ) HCl
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০. সোডিয়াম লরাইল সালফোনেটরের অপর নাম কী?
  • ক) ডিটারজেন্ট
  • খ) বেকিং পাউডার
  • গ) গ্লাস ক্লিনার
  • ঘ) সাবান
  • সঠিক উত্তর: (ক)
    ২১. HCl ও NaHCO3 এর বিক্রিয়ায় –
    i. খাদ্য লবণ
    ii. সার্বজনীন দ্রাবক
    iii. 44g গ্যাসীয় উৎপাদ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. পরীক্ষাগারে NH3 প্রস্তুতিতে ব্যবহৃত হয় –
    i. নিশাদল
    ii. কুইক লাইম
    iii. Ca(OH)2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩. NH3 গ্যাসের শিল্পোৎপাদনে প্রয়োজন হয় –
    i. সর্বাধিক হালকা গ্যাস
    ii. বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান
    iii. প্রাকৃতিক গ্যাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪. নিচের কোনটি স্টিয়ারিক অ্যাসিডের সংকেত?
  • ক) C15H33COOH
  • খ) C15H35COOH
  • গ) C17H35COOH
  • ঘ) C17H31COOH
  • সঠিক উত্তর: (গ)
    ২৫. ভিনেগার এর অপর নাম কী?
  • ক) বেকিং পাউডার
  • খ) ফরমালিন
  • গ) সিরকা
  • ঘ) সোডা অ্যাস
  • সঠিক উত্তর: (গ)
    ২৬. নিচের কোনটি প্রিজারভেটিভস?
  • ক) সোডিয়াম বেনজোয়েট
  • খ) বেনজয়িক এসিড
  • গ) পটাসিয়াম সরবেট
  • ঘ) হাইড্রোক্লোরিক এসিড
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. কাফকোর বার্ষিক উৎপাদন কত?
  • ক) 58 লক্ষ মেট্রিক টন
  • খ) 68 লক্ষ মেট্রিক টন
  • গ) 78 লক্ষ মেট্রিক টন
  • ঘ) 88 লক্ষ মেট্রিক টন
  • সঠিক উত্তর: (খ)
    ২৮. প্রথম বিশ্বযুদ্ধের পর কিসের অভাবের ফলে পেট্রোলিয়াম উপজাত থেকে ডিটারজেন্ট থেকে ডিটারজেন্ট উদ্ভাবন করা হয়?
  • ক) তেল ও চর্বি
  • খ) সাবান
  • গ) গোলাবারুদ
  • ঘ) ইনডাস্ট্রি
  • সঠিক উত্তর: (ক)
    ২৯. কোন অণুঘটকের দ্বারা তেলকে চর্বিতে পরিণত করা যায়?
  • ক) Ni
  • খ) Fe
  • গ) Al
  • ঘ) Pd
  • সঠিক উত্তর: (ক)
    ৩০. IUPAC কোন সালকে রসায়নের বছর হিসেবে পালন করে?
  • ক) 2004
  • খ) 2009
  • গ) 2010
  • ঘ) 2011
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১. CH3CH2OH এবং CH3COOH যৌগগুলো –
    i. সমগোত্রীয়
    ii. পরস্পরের সাথে ক্রিয়ায় এস্টার তৈরি করে
    iii. জারণ ক্রিয়ার মাধ্যমে পারস্পরিক রূপান্তর করতে পারে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩২. কোমল পানীয়তে যে উপাদানটি থাকে তা –
    i. শক্তিশালী অম্ল গঠন করে
    ii. উচ্চ তাপধারণ ক্ষমতা সম্পন্ন
    iii. সাপ তাড়াতে ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩. ঈস্ট দ্বারা রুটি ফোলানোর সময় ওভেনে বেকিং করা হয় কেন?
  • ক) CO2 বের করার জন্য
  • খ) ঈস্ট মেরে ফেলার জন্য
  • গ) CO2 উৎপন্নের জন্য
  • ঘ) কোনটি নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪. বাংলাদেশের ট্যানারির বর্জ্যে –
    i. মানুষের স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়
    ii. বিভিন্ন ক্ষতিকর হালকা ধাতুর আয়ন থাকে
    iii. বিদ্যমান ধাতু অপসারণ না করলে খাদ্য শৃঙ্খলে সহজে প্রবেশ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. বেকিং পাউডারের মূল উপাদান কোনটি?
  • ক) খাবার লবণ
  • খ) চুনাপাথর
  • গ) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
  • ঘ) সোডিয়াম কার্বনেট
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. ঈষ্ট মিশ্রিত পাউরুটিকে ফোলাতে সাহায্য করে কোনটি?
  • ক) C6H12O6
  • খ) O2
  • গ) CO2
  • ঘ) NaHCO3
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭. ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ –
    i. ব্যাকটেরিয়াকে ধ্বংস করে
    ii. ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে
    iii. প্রোটিনকে ভেঙে ফেলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮. গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
  • ক) CO2
  • খ) NH3
  • গ) SO2
  • ঘ) NO2
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯. নন বায়োডিগ্রেডেবল পদার্থের ধর্ম কী?
  • ক) ডিটারজেন্ট থেকে উৎপন্ন হয়
  • খ) ওজোন স্তরের জন্য ক্ষতিকারক
  • গ) গ্রীন হাউজ প্রতিক্রিয়া তৈরি করে
  • ঘ) সহজে পরিবেশে আত্তীকরণ হয় না
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০. HClO যৌগে Cl এর জারণ সংখ্যা কত?
  • ক) +7
  • খ) +5
  • গ) +3
  • ঘ) +1
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১. কোন গ্যাসের কারণে গাছের ফল পাকে?
  • ক) কার্বন ডাইঅক্সাইড গ্যাস
  • খ) ইথিলিন গ্যাস
  • গ) মিথেন গ্যাস
  • ঘ) ক্যালসিয়াম কার্বাইড
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. X+H+→Ca2++CO2+H2O; বিক্রিয়াটির X পদার্থটি –
    i. খাবার সোডা উৎপাদনে ব্যবহৃত হয়
    ii. সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল
    iii. মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. বেনজয়িক এসিড পাওয়া যায় –
    i. আলুবোখারা
    ii. দারুচিনি
    iii. পাকা জলপাই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৪. ব্লিচিং পাউডার বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে?
  • ক) হাইপোক্লোরাস এসিড
  • খ) হাইপোক্লোরিক এসিড
  • গ) পারক্লোরাস এসিড
  • ঘ) হাইড্রোক্লোরিক এসিড
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. ABS তৈরিতে কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়?
  • ক) অ্যালকাইলেশ
  • খ) নাইট্রেশন
  • গ) সালফোনেশন
  • ঘ) ক্লোরিনেশন
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬. কত বছর পূর্বে সর্ব প্রথম রসায়ন ব্যবহার শুরু হয়েছিল?
  • ক) 1000
  • খ) 1500
  • গ) 2000
  • ঘ) 2500
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭. দুগ্ধবতী গাভীর ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য খাদ্যের সাথে কী খাওয়ানো হয়?
  • ক) NaHCO3
  • খ) CaCO3
  • গ) CaO
  • ঘ) Ca(OH)2
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. কোন বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয় না?
  • ক) কার্বক্সিলিক এসিড + অ্যালকোহল
  • খ) গ্রিগনার্ড বিকারক ও অ্যালকোহল
  • গ) এসিড হ্যালাইড + অ্যালকোহল
  • ঘ) অ্যালকাইল হ্যালাইড + কার্বক্সিলিক এসিডের লবণ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. সোডিয়াম ক্লোরাইডের প্রধান উৎস কী?
  • ক) সমুদ্রের পানি
  • খ) নদীর পানি
  • গ) ঝরনার পানি
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. ভিনেগার –
    i. ইথানয়িক এসিডের জলীয় দ্রবণ
    ii. এতে ইথানয়িক এসিডের পরিমাণ 6-10%
    iii. এর pH > 7
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)

    Comments

    Popular posts from this blog

    Messi in harness as Argentina promise fireworks

    সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ

    অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন