কমেছে পেঁয়াজ এর দাম বাড়ছে আমদানি

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও ভারত থেকে পেয়াঁজের আমদানি বেড়েছে। এতে করে কমেছে পেয়াঁজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা, আজ সেই পেয়াঁজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪৬-৪৯ টাকা।
বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে নাসিক, পাটনা, ইন্দুর, সাউত্থ জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে।

আমদানিকারকরা জানায়, সামনে পূজার ছুটির কারণে পোর্ট বন্ধ হবে, সেজন্য তারা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছে। পেয়াঁজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ পেয়াঁজের এলসি করা আছে এবং দাম আরও কমে যাবে। তবে বৈরি আবহাওয়ার কারণে পাইকার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের।

পাইকার ব্যবসায়ীরা জানান, পেয়াঁজের দাম কিছুটা কমার কারণে ব্যবস্যা ভালো হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি হওয়াই দেশের বাজারে পেয়াঁজের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে। ফলে তারা প্রতিদিন দেশের বিভিন্নস্থানে ৮-১০ গাড়ি পেঁয়াজ সরবরাহ করলেও এখন তা ২-৩ ট্রাকে নেমে এসেছে।
হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ২০ ট্রাকে ৪৪০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে।

Comments

Popular posts from this blog

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন