প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩তম বেতন গ্রেডের প্রজ্ঞাপন জারি

সহকারী শিক্ষকদের বেতন বাড়ল কিন্তু শর্তের বিষয়ে অস্পষ্ট ।
গতকাল ৯/২/২০২০ এ প্রধান হিসাবরক্ষন অফিস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর একটি চিঠি ইস্যু করা হয়েছে।এতে সহকারী শিক্ষকদের বেতনগ্রেড ১৩ নম্বর গ্রেডে উন্নিত করা হয়েছে।কিন্তু শর্ত রাখা হয়েছে ২০১৯ এর নিয়োগবিধি ২(গ) এর যোগ্যতা।অর্থাৎ নূন্যতম ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।আমার ধারণা প্রাথমিক বিদ্যালয়ের ৮০% শিক্ষক শিক্ষিকারই গ্রাজুয়েশন রয়েছে।কিন্তু বড় সমস্যা হলো অনুমোদন এর বিষয়।মহিলা শিক্ষকগণ এইচ এস সি পাশ যোগ্যতায় আবেদন করলেও পরবর্তীতে প্রায় প্রত্যেকেই স্নাতক বা স্নাতকোত্তর কম্লেট করেছেন।কিন্তু সেটা কলুর বলদের মত।কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত।আর এ অনুমোদন বিহীন সনদ এখন কচুপাতার মত মূল্য বহন করছে।অপরদিকে কেউ যদি উচ্চতর ডিগ্রি নিতে চায় তবে ডি পি এড কমপ্লেট করে নিতে হবে।অর্থাৎ পি টি আই থেকে ডি পি এড না করে পরবর্তী স্নাতক বা স্নাতকোত্তরের জন্য অনুমোদন পায় না।তাহলে এত বড় ডি পি এড এর মূল্যায়ন কোথায়।অবশেষে কি ডি পি এড এর সনদও কচুপাতার মত হয়ে গেল নাকি? দলবল নির্বিশেষে সবাই নিজেদের স্বার্থের কথা না ভেবে নিরপেক্ষ জবাব চাই আমার সহকারী শিক্ষক ভাই বোনদের কাছ থেকে।

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন