গুগলের সফটওয়্যার প্রকৌশলী অবসরে যেতে চান ৩৫–এ, জমানো ৪১ কোটিতে কাটাতে চান জীবন

 


গুগলে চাকরি করেন। বয়স ২২ বছর। সেই কর্মচারী ৩৫ বছর বয়সে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। এর কারণ হলো সঞ্চয় করা কাঁড়ি কাঁড়ি ডলারে তিনি বাকি জীবন কাটিয়ে দিতে চান। অর্থ জমানোর উপায় হিসেবে তিনি বলছেন, অর্থ অপচয় করেন না। অল্প বয়স থেকে অর্থ বিনিয়োগ শুরু করেছেন।

সিএনসিবির প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মীর নাম ইথান নগনলি। তিনি গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেন। ২২ বছর বয়সী ইথানের পরিকল্পনা হলো ৩৫ বছর বয়সে অবসরে যাবেন। এই সময়ে তাঁর সঞ্চয় দাঁড়াবে ৪১ কোটি রুপি। আর এই অর্থে বাকিটা জীবন তিনি কাটিয়ে দিতে চান।

 থানকে অল্প বয়সে বিনিয়োগ করে আয় করা শিখেয়েছেন মা–বাবা। ২২ বছর বয়সী এ তরুণের পকেটে এখন আছে ১ লাখ ৩৫ হাজার ডলার। এই অর্থ তিনি বিনিয়োগ করে রেখেছেন। চাকরি করার মধ্যে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন। ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়াতে তাঁর বাড়ি আছে। বর্তমানে তাঁর বাস ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কান্ট্রিতে। ভবিষ্যতে আরও সম্পত্তির মালিক হওয়ার পরিকল্পনা আছে তাঁর। তিনি এমনভাবে অর্থ ব্যয় করেন, যেন বাঁচানো অর্থে বিনিয়োগের সুযোগ থাকে।

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন