এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ: মানতে হবে যেসব নির্দেশনা
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১৩টি নির্দেশনা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বোর্ড বেশ কিছু বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে:
আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ কক্ষে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার ক্রম: প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পৃথক পাস: পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক–এই তিন অংশেই পৃথকভাবে পাস করতে হবে।
ওএমআর পূরণ: উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
ক্যালকুলেটর ও মোবাইল: অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বা সঙ্গে রাখতে পারবেন না।
ধারাবাহিক মূল্যায়ন: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রে সরবরাহ করা হবে।
নিবন্ধিত বিষয়: পরীক্ষার্থী কেবল তার নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয়েই পরীক্ষায় অংশ নিতে পারবে। ভিন্ন বিষয়ে পরীক্ষা দেয়ার কোনো সুযোগ নেই।
ব্যবহারিক পরীক্ষা: ব্যবহারিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উপস্থিতি পত্র: তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক–সব পরীক্ষার জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
ফলাফল পুনঃনিরীক্ষণ: পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

Comments
Post a Comment