বিরল খনিজ সম্পদের জন্যই কি গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্পের নজর: আসলে কী আছে সেখানে

গ্রিনল্যান্ডের প্রতি নিজের আগ্রহের কথা লুকাননি ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, দ্বীপটির প্রতিরক্ষা নিশ্চিতে একটি ভবিষ্যৎ চুক্তির ‘কাঠামো’ গুছিয়ে এনেছেন তিনি। ট্রাম্পের দাবি, এই চুক্তিতে গ্রিনল্যান্ডের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকারের কথাও অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রিনল্যান্ডে আসলে কি প্রাকৃতিক সম্পদ আছে?

ধারণা করা হয়, গ্রিনল্যান্ডের মাটির নিচে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। এ ছাড়া সেখানে ইলেকট্রনিকস পণ্য, সবুজ শক্তি এবং অন্যান্য কৌশলগত ও সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য কাঁচামাল প্রচুর পরিমাণে রয়েছে বলে মনে করা হয়। এসব সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ট্রাম্পের মূল লক্ষ্য।

২০২৩ সালের ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, ইউরোপীয় কমিশনের তালিকাভুক্ত ৩৪টি ‘গুরুত্বপূর্ণ খনিজের’ মধ্যে গ্রাফাইট, নিওবিয়াম ও টাইটানিয়ামসহ ২৫টি খনিজই গ্রিনল্যান্ডে পাওয়া যায়।

গত বছর গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে মার্কিন সিনেটের এক শুনানিতে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেছিলেন, গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব শুধু ‘প্রতিরক্ষার’ মধ্যে সীমাবদ্ধ নয়, সেখানে বিরল খনিজ মৌলের বিশাল মজুত রয়েছে।

তবে ট্রাম্প মাঝেমধ্যে এসব সম্পদের গুরুত্বকে কিছুটা খাটো করে দেখান। বরং ওই অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই দ্বীপটি যুক্তরাষ্ট্রের দখলে থাকা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

গত বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি গ্রিনল্যান্ড চাই শুধু নিরাপত্তার জন্য—অন্য কিছুর জন্য নয়।’

আর্কটিক অঞ্চলে খনিজ উত্তোলনের কঠিন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনাকে খনিজ পেতে ২৫ ফুট বরফের নিচে যেতে হবে। এটা যে কেউ চাইলে করতে পারবে না।’

ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন বললেও পর্দার আড়ালে আসল লক্ষ্য দ্বীপটির প্রাকৃতিক সম্পদের নাগাল পাওয়া। সেটাকেই বড় করে দেখছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকেরা মনে করেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের শক্তি নির্ভর করে অর্থনৈতিক আধিপত্যের ওপর। আর সেই লক্ষ্য বাস্তবায়নে বিরল খনিজ শিল্পে চীনের একচ্ছত্র আধিপত্য মোকাবিলা করা তাদের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার।

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান