সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে পরিচালিত এই নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৬ অক্টোবর। বর্তমানে বিশাল পরিসরের এই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে কমিশন।
এই বিপুল আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড উন্নীত হওয়া। সাম্প্রতিক সিদ্ধান্তে পদটি ১১তম গ্রেড থেকে উন্নীত হয়ে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন এখন শুরু হচ্ছে ১৬ হাজার টাকা থেকে, যা ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকায় পৌঁছাবে। আগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে। বেতন বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বাড়ায় এই পদে দক্ষ ও মেধাবী প্রার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পরীক্ষা আয়োজনের বিষয়ে পিএসসি জানিয়েছে, এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, প্রায় সাত লাখ পরীক্ষার্থীর জন্য পরীক্ষা নেওয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।
সব দিক বিবেচনা করে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় একক কেন্দ্রে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য কমিশন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে।

Comments
Post a Comment