জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী


মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে পূর্ব ষোষিত মায়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের  হাজার হাজার নেতাকর্মী। বুধবার সকাল ১০টা থেকে বায়তুল j উত্তর গেটে জড়ো হতে থাকেন তারা।

এ মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে অস্থায়ী মঞ্চে সমাবেশ করছে দলটি। সমাবেশে শেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে যাত্রা করবে দলটির নেতাকর্মীরা।

দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক  আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘মায়ানমারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোর হত্যা, নির্যাতন ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে  দেওয়ার প্রতিবাদে এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে। এছাড়া একই দাবিতে গত সোমবার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।’

Comments

Popular posts from this blog

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান

অধ্যায় - ৫ রাসায়নিক বন্ধন