এক নজরে বিপিএল এর সাতদল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আইকন খেলোয়াড়, ধরে রাখা ক্রিকেটার ও বিদেশীদের একটি বড় অংশের সঙ্গে আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি সেরে ফেলায় ড্রাফটে তেমন চমক ছিল না। ড্রাফটের স্থানীয় ১৪০ ক্রিকেটারের মধ্যে ডাকা হয়েছে ৫০জনকে। আর ২০৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে ডাকা হয় ১৫ জনকে।
শেষ মুহুর্তে বরিশাল বুলস আসর থেকে বাদ পড়ায় আইকন থেকে কাটা পড়া মোস্তাফিজুর রহমান কোন দলে খেলবেন, আগ্রহের মূলে ছিল কেবল এটি। এ বাঁহাতি পেসার একাই ছিলেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। লটারির মাধ্যমে প্রথম কল পেয়ে মোস্তাফিজকে ডেকে নেয় গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। ফ্র্যাঞ্চাইজিটিকে খরচ করতে হবে ৪৫ লাখ টাকা।
লটারির মাধ্যমে অনুষ্ঠিত ড্রাফটে কমপক্ষে সাতজন স্থানীয় ও কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা ছিল। ‘মিনিমাম’ সংখ্যা অতিক্রম করেছে কেবল রংপুর রাইডার্স। তারা আট দেশি ও তিন বিদেশি ক্রিকেটার নিয়েছেন ড্রাফট থেকে।
আগামী ২ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের। সিলেটের পর মিরপুর তারপর চট্টগ্রাম হয়ে ঢাকা এসে শেষ হবে আসরটি।
রাজশাহী কিংস: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জমান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।
বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, সামি, ফ্র্যাকলিন, উসামা মির, রাজা আলী দার ।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম।
- বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিনশাহ আফ্রিদি, লুইস, কুপার, বেটন, নারাইন, পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ড্যানলি (ইংল্যান্ড) আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)
খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।
বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, প্রসন্ন, বেনি হাওয়েল, মালান, রুশো, অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন জফরা আর্চার (ইংল্যান্ড), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইমরান আলী।
রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (আইকন) মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, ইবাদত হোসেন চৌধুরী, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।
বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা (পেসার), এনামুল হক, রকিবুল হাসান।
বিদেশি: মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, মালিক, নবি, রশিদ খান, ম্যাথিউস, মানরো, ফখর জামান, সোলেমন মির, রুম্মন রাইস।
চিটাগং ভাইকিংস: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত মিশু।
বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ, নাজিবুল্লাহ জাদরান, লুইস রেকি।
সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (আইকন) নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান ,আবুল হাসান রাজু, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফউল্লাহ।
- বিদেশি: দাসুন শানাকা, হাসারাঙ্গা, প্লানকেট, হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরাঙা ডি সিলভা, গোলাম মুদাসসর খান।
Comments
Post a Comment