সম্প্রতি মার্কিন কোম্পানি অ্যাপল তাদের দশ বছরপূর্তি উপলক্ষে তিন আইফোন উন্মোচন করেছে। এ মডেলগুলো হলো হলো— আইফোন ৮ ও ৮ প্লাস এবং আইফোন উন্মোচনের বর্ষপূর্তি সংস্করণ আইফোন টেন। থেমে নেই গুগলও। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে যে, খুব শীঘ্রই বাজারে উন্মুখ করা হবে তাদের নতুন পিক্সেল ফোন। এই উন্মোচনকে কেন্দ্র করে আগামী ৪ অক্টোবর এক সম্মেলন ঘিরে আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে প্রযুক্তি কোম্পানি গুগল। পিক্সেল ফোন ২ আইফোন টেনের চেয়ে আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। গুগল পিক্সেল ২ এখনো সবার কাছে রহস্য। চলতি বছর পিক্সেল ফোনের দুটি সংস্করণই তৈরি করছে তাইওয়ানভিত্তিক এইচটিসি। ডিভাইসটির একটি বড় সংস্করণ পিক্সেল ২ প্লাস তৈরি করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি।
তবে এ বিষয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গুগল পিক্সেল ২ ফোনে কোয়ালকমের সাম্প্রতিক মডেম চিপ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে, যা পরবর্তী প্রজন্মের গিগাবাইট এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। নতুন পিক্সেল ফোনে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি যুক্ত করার বিষয়টি সিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশ্লেষকদের তথ্যমতে, গুগল স্টোরে কি আছে বা নতুন ডিভাইসে কি ধরনের প্রযুক্তি আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে অক্টোবরের ৪ তারিখ।সূত্র : সিএনবিসি
Comments
Post a Comment