মোবাইল ফোনকে টিভি রিমোট বানানোর উপায়
MR |
স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে প্রথমে CetusPlay অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পরে নিচের ধাপ অনুস্মরণ করতে হবে;
১) ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে কিছুক্ষণের মধ্যে।
২) স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন। এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।
৩) বেশ কিছু অপসন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন।
৪) শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন আরও অন্যান্য কাজেও।
৫) বিল্ট-ইন অ্যাপ সেন্টার-যেখানে ইউজার পেতে পারেন স্মার্ট টিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপের হদিস।
৬) স্কিন ক্যপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে।
১) ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে কিছুক্ষণের মধ্যে।
২) স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন। এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।
৩) বেশ কিছু অপসন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন।
৪) শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন আরও অন্যান্য কাজেও।
৫) বিল্ট-ইন অ্যাপ সেন্টার-যেখানে ইউজার পেতে পারেন স্মার্ট টিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপের হদিস।
৬) স্কিন ক্যপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে।
Comments
Post a Comment