Posts

Showing posts from 2019

মোবাইল ফোনের প্রাথমিক ইতিহাস

Image
টেলিফোন আবিষ্কারের পর থেকেই তারবিহীন টেলিযোগাযোগ ব্যবস্থার কথা গবেষক, বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন। তবে আমরা এত দীর্ঘ ইতিহাসের দিকে না যেয়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ থেকে শুরু করব। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় অর্থাৎ ১৯৪০ সালে মিলিটারিরা রেডিও টেলিফোন ব্যবহার করে। এই রেডিও টেলিফোন ব্যবস্থার আবিষ্কারক ছিলেন রেজিনালদ ফেসেন্দেন। তারপর ১৯৪৬ সালে প্রথম কল করা হয় একটি গাড়ি থেকে।

অর্থ সম্পদের জন্য মানুষ পাগল, কবরে যেতে হবে একথা চিন্তা করে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, সম্পদের লোভে মানুষ অন্ধ হয়ে যায়। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে। তিনি বলেন, দুনিয়াতে যা রেখে যাবে সেটা আর কোনোদিন কাজে লাগবে না। আর যদি বেশি রেখে যায় তবে ছেলে-মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। এখন যেটা যথেষ্ট দেখা যায়। রোববার (১৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ঘুষদাতার সমালোচনা করে বলেন, যে ঘুষ নেবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবেই, যে ঘুষ দেবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছিঃ

Image
আমি (আমরা প্রাথমিকমাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছিঃ শিক্ষক) ১৫তম গ্রেডের (তৃতীয় শ্রেণির) একজন (আমরা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। সেই হিসেবে আমাকেও (প্রাথমিক শিক্ষক) মানুষ গড়ার কারিগর বলা হয়। বিশেষ করে আমি একটুখানি সম্মান আর মানুষের ভালোবাসা পাওয়ার আশায় শিক্ষকতা পেশা বেছে নেওয়ার কারণ। কিন্তু প্রাথমিক শিক্ষকতা পেশা বেছে নেওয়া কী পাপ? বুঝে আসছে না। তবু লিখতে যাচ্ছি দু'একটা কথা! এর আগে আমি শ্রদ্ধা ভরে শুরু স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি না থাকলে হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো কিনা জানি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই ১৯৭৩ সালে দেশের ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে প্রথম জাতীয়করণ করে সকল প্রাথমিক (প্রায় দেড় লক্ষ) শিক্ষককে সরকারি করেছিলেন। তিনি না থাকলে হয়তো আমরা প্রাথমিক শিক্ষকরা আজো অবহেলিত থাকতাম। ২০১৪ সালে আপনি (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়ে প...

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ

Image
গত ২৩ অক্টোবর রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহ সারা দেশে  মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শনিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে গত ১৪ অক্টোবর তারা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস ও ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । এই মহাসমাবেশে পুলিশ শিক্ষকদের উপর হামলা করেন বলে তারা দাবি করেন।

ক্রিকেটারদের দাবি আদায় হয়, শিক্ষক খান লাঠিপেটা

ক্রিকেটাররা বৈষম্যের বিরুদ্ধে দাবি তুললে মানা হয়, কিন্তু যাঁরা তাঁদের শিক্ষা দিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষকদের করা হয় লাঠিপেটা। আমার মতো এ দেশে অনেকেই আছেন, যাঁরা এখন প্রাথমিক স্কুলের আপা-স্যার কিংবা দিদিমণিদের মনে রাখেন। শিক্ষক বলতে তাঁদের পোড়খাওয়া মুখের চিত্রই বারবার ভেসে আসে। সেই শিক্ষকদের অনেকেই আমাদের ‘তুই’ করে বলতেন। জীবনে একবারের জন্যও মনে হয়নি এ ডাকে কোনো অসম্মান আছে, বরং আদরমাখা ছিল বলে আজও বুকে বাজে। তাই যখনই সেই শিক্ষকদের পুলিশি নিপীড়নের শিকার হতে দেখি, আমার মনে হতে থাকে, আমার সেই প্রাথমিক জীবনের শিক্ষক অতিথা চাকমা, লুৎফুর রহমান, খেলার শিক্ষক নুরুল ইসলাম, মোতালেব কাঁদছেন। শিক্ষক হিসেবে তাঁদের কাঁদার কথা নয়। কারণ, শিশুকে শিক্ষামুখী, মানবিক করার প্রথম দায়িত্বটি তাঁরাই নেন। নিজে শিক্ষক হয়েও এ কথা বলতে দ্বিধা নেই যে এ দেশের শিক্ষা ব্যবস্থাপনায় তারাই সবচেয়ে বেশি অবহেলিত। অনেক দিন ধরেই এ দেশে শিক্ষক আন্দোলন চাঙা হলেও রাষ্ট্রীয় দমননীতির অংশ হিসেবে মারধর, কাঁদানে গ্যাস কিংবা গরম পানির নিপীড়ন এই শিক্ষক আন্দোলনের ওপর দিয়েই গেছে অনেকটা। ২৩ অক্টোবরও এর ব্যতিক্রম হয়নি।

প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা

নিজেদের মর্যাদা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন প্রাথমিক শিক্ষকরা। সর্বশেষ বুধবার তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডেকেছিলেন। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত তারা সমাবেশ করতে পারেননি। অনেক শিক্ষক আইনশৃঙ্খলা বাহিনীল হাতে নাজেহাল হয়েছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের এই আন্দোলন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণচর উপজেলার সহকারি  উপজেলা শিক্ষা অফিসার জনাব আজিজুর রহমান। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুল তুলে ধরা হলো। প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বিগত কয়েকদিন যাবত প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড আপগ্রেডের দাবিতে প্রথমত সংবাদ সম্মেলন, কর্মবিরতি এবং অবশেষে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে চাওয়া ও পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত দোয়েল চত্ত্বরে সমবেত হওয়া এবং পুলিশের লাঠিচার্জ সম্ভবত আমাদের জাতীয় দৈন্যতার চুড়ান্ত বহিঃপ্রকাশ।

জবানবন্দিতে ভয়ঙ্কর সেই ঘটনার বর্ণনা দেন অধ্যক্ষ সিরাজ

Image
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হয় গতকাল । মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা হত্যায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে এই মামলায় গত ২৮ এপ্রিল আদালতে জবানবন্দি দেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল গণমাধ্যমকে জানান, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা জেলখানা থেকে নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমকে নুসরাতের মায়ের করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে দিকনির্দেশনা দেন। সে নির্দেশনা অনুযায়ী নুর উদ্দিন ও শামীমসহ অপরাপর আসামিরা শ্লীলতাহানির মামলা তুলে নিতে নুসরাতকে চাপ দেন। নুসরাত রাজি না হলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নির্দেশ দেন সিরাজ-উদ-দৌলা। ২৮ এপ্রিল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টা জবানবন্দিতে অধ্যক্ষ সিরাজ বলেন, ‘আমি সোনাগাজী ইসলামিয়া ফাজিলিয়া মাদ্রাসায় ২০০০ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করি। পরে ২০০১ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। সেই থেকে দীর্ঘ ১৯ বছর দায়িত...

সাশ্রয়ী দামে ভিওএলটিই প্রযুক্তির ফোরজি স্মার্টফোন আনল ওয়ালটন

Image
দেশেই নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচার সম্বলিত উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির নতুন ফোরজি স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো জি নাইন’। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম মাত্র ৬,৩৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট ছাড়াও ফোনটি অনলাইনে কেনা যাবে। বিশ্বের যে কোনো স্থানে বসে ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ইপ্লাজা.ওয়ালটনবিডি (eplaza.waltonbd.com) থেকে অর্ডার করে সারা দেশের ৩৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে ক্রেতারা ফোনটি ডেলিভারি নিতে পারবেন। ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ভিওএলটিই বা ভোল্টি হলো মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি। খুব শিগগিরই দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে এ সেবা চালু হতে যাচ্ছে। আমরা তার আগেই গ্রাহকদের জন্য স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত করেছি। এর ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগ করতে পারবেন। পাবেন দ্রুততর কল সংযোগের সুবিধা। এ প্রযুক্তির মাধ্যমে গ্...

প্রতিবাদী নুসরাতকে পুড়িয়ে হত্যার "নজিরবিহীন’ দ্রুততায় বিচার আজ রায়"

Image
ফেনীর সোনাগাজীতে প্রতিবাদী মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে রায় ঘোষণা করতে পারেন। ঘটনার মাত্র সাড়ে ছয় মাসের মধ্যে এবং মাত্র ৬১ কার্যদিবসে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার বিষয়টিকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ফেনী বারের জ্যেষ্ঠ আইনজীবীরা। আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২৭ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলার ৯১ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন। বাকি চারজনের মধ্যে একজন বিদেশে থাকায় এবং তিনজনের সাক্ষ্য অন্য সাক্ষীদের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ায় তাঁদের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন হয়নি।

আই ফোন টেনের উত্তরসূরি আইফোন ১১ ৷

আইফোন টেনের উত্তরসূরি আইফোন ১১! এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার। কিন্তু বিক্রিতে ভাটা পড়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতেও এর আগের আইফোন মডেলগুলোর মতো অর্ডার পড়ছে না। এরই মধ্যে খবর এসেছে, অ্যাপেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনে ছাড়ে বিক্রি হচ্ছে আইফোনের নতুন তিনটি ডিভাইস। শুক্রবার চীনের বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১১ লাইনআপ। স্টোরের সামনে অল্প সংখ্যক ক্রেতার সারি দেখা গেছে। শাংহাই এবং বেইজিং অ্যাপল স্টোরের সামনে গ্রাহকের সংখ্যা ছিল হাতেগোণা কয়েক ডজন। অথচ এর আগের আইফোন মডেলগুলোর ক্ষেত্রে দোকানের সামনে শত শত ক্রেতার দীর্ঘ সারি ছিল। অন্যান্য দেশেও অনেকটা একই অবস্থা।

সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

Image
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবারের পূর্বঘোষিত মহাসমাবেশ করতে পারেননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। পুলিশি বাধায় পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে অবস্থান নেন। সেখান থেকে দাবি পূরণ করার জন্য আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা। এই সময়ের মধ্যে বেতন বৈষম্যের নিরসন না হলে এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে, তাহলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দেন শিক্ষকেরা। ১৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হওয়ার কথা। শিক্ষক নেতারা বলছেন, তাঁরা প্রাথমিকের বার্ষিক পরীক্ষাও বর্জন করবেন। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন।

২০২১ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ

Image
ঢাকা, ১৬ অক্টোবর- এখন পর্যন্ত চারটি আইসিসি অনুদিত বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। যৌথভাবে ২০১১ বিশ্বকাপ, এককভাবে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ। এছাড়া ২০০৪ ও ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন সফলভাবে করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনেরও দায়িত্ব পেল বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সদ্য সমাপ্ত সভায় এ সিদ্ধান্ত হয়। এ সভায় নেপাল ও জিম্বাবুয়ের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেয় আইসিসি। এতদিন ধরে নারীদের জন্য ছিল না অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে নারী ক্রিকেটের উন্নয়নের জন্যই আইসিসির এই আয়োজন। আর তার প্রথম দায়িত্ব পেল বাংলাদেশ।

সব ফোনকে হার মানাবে এই নতুন মডেলের স্মার্টফোন

Image
বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্মার্টফোনের জুড়ি নেই। ক্রেতা ধরতে নতুন নতুন ডিজাইনের স্মার্টফোন বাজারজাত করছে প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানিগুলো। তবে নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হলেও স্মার্টফোন ডিজাইনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। কিছু বিশেষত্ব বাদে প্রায় সব কোম্পানির ফোনই প্রায় একই ধাঁচের। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি এসেনসিয়াল প্রোডাক্টস। বছর দুই আগে এসেনসিয়ালের একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। আজকের প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন ‘এসেনসিয়াল ফোন’।

বেতন বৈষম্য; ফুলপুরে ১১৯ প্রাথমিক বিদ্যালয় সহ সারা দেশে কর্মবিরতি

Image
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। ছাত্রছাত্রীদের তখন এলোমেলো ঘুরাঘুরি করতে দেখা গেছে। জানা যায়, ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় ঐক্যপরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর উপজেলা শাখার এক অংশের সভাপতি মো. আব্দুস সালাম জানান, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

ইকুয়েডরে জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক সংঘর্ষ

Image
ইকুয়েডরে জ্বালানি তেলে সরকারি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভের প্রেক্ষাপটে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট লেলিন মোরেনো ‘জরুরি অবস্থা’ ঘোষণা করলে দেশটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ দেশটির রাজধানী কুইটোর ঐতিহাসিক কেন্দ্রে সরকারি দপ্তরের কাছে পাথর ও পেট্রল বোমা নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছোড়ে। বাতা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট মোরেনো সাংবাদিকদের জানান, তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে এ পদক্ষেপ নিয়েছেন। পরিবহন খাত এ বিক্ষোভের নেতৃত্ব দিলেও এতে শিক্ষার্থী ও অন্যান্য গ্রুপও অংশগ্রহণ করেছে। ইকুয়েডরে গত এক দশকের মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ আন্দোলন।

ইলিশের কেজি ৫০ টাকা থেকে শুরু

অবিশ্বাস্য হলেও সত্যি! মাত্র ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। মৌসুম প্রায় শেষ তবুও মৌসুমের শেষদিকে এসে বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আর তাই চট্টগ্রামের সীতাকুন্ডতে ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ৫০ টাকা কেজি দরে। গতকাল বুধবার (২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট আকৃতির ইলিশ প্রতিকেজি ৫০ টাকা এবং ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে বড় ১ কেজি সাইজের ইলিশ। তবে ইলিশের দাম কমাতে বেড়ে গেছে বরফের দাম। স্থানীয় মৎস্য আড়তদাররা ও বিভিন্ন জায়গা থেকে আসা পাইকাররা ভবিষ্যতে সরবরাহ করার জন্য প্রচুর ইলিশ মজুদ করতে বরফের দাম এক লাফে কয়েকগুণ বেড়ে গেছে। ফলে ইলিশের চেয়ে এখন বরফের দাম অনেক বেশি পড়ছে। সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ডের কুমিরা, দক্ষিণ সলিমপুর, মধ্য সলিমপুর, ভাটিয়ারী মির্জানগরসহ বিভিন্ন স্থানে জেলে ও পাইকারদের দম ফেলার সময় নেই। কেউ সাগর থেকে ভারে করে ইলিশ নিয়ে আসছেন। কেউ-বা বরফ ভাঙছেন ইলিশে দেওয়ার জন্য। অনেক শ্রমিক স্তূপ করা ইলিশ থেকে আকার অনুসারে পৃথক করছেন। কেউ-বা ইলিশ কাটছেন। অনেকে কাটা ইলিশে লবণ দিচ্ছেন। খুচরা ক্রেতা-বিক্রেতারা ঘাট এলাকায় ভিড় করছেন পছন্দের মাছ ক্রয়-বিক্রয়ের জন্য। ঘাটে ৩০টিরও...

প্রাথমিক শিক্ষকদের প্রতি গণশিক্ষা সচিবের আহ্বান

Image
বেতন-বৈষম্য নিরসনের দাবিতে সর্বাত্মক আন্দোলনে যাচ্ছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মোট ১৪টি সংগঠন মিলে সম্প্রতি গঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’। এই পরিষদের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে আগামী মাসে ১৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা। ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ পরীক্ষা। ২৪ নভেম্বর গণিত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শেষ হবে এ পরীক্ষা। পরীক্ষার আর দেড় মাস মাত্র বাকি। এ মুহূর্তে শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে লাগাতার ধর্মঘটে গেলে শিশু শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে। তাই দ্রুত সরকারকে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে আগামী ১৪ অক্টোবর সারাদেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। পরদিন ১৫ অক্টোবর পালন করা হবে দুই ঘণ্টার কর্মবিরতি...

সরকারি চাকরি আইন কার্যকর ১ অক্টোবরে

Image
সরকারি চাকরি আইন, ২০১৮ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। আদালতে দণ্ডিত ও চাকরি থেকে বরখাস্ত হওয়া কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি অব্যাহতি দিতে পারবেন এবং অনুরূপ আদেশের ফলে ওই কর্মচারী চাকরিতে পুনর্বহাল হতে পারবেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। এর আগে ২০১৮ সালের ২০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন এবং ২৪ অক্টোবর জাতীয় সংসদে পাস হয়।

৫ম শ্রেণির বিজ্ঞান,খাদ্য শৃঙ্খল

Image

মোবাইল ফোনকে টিভি রিমোট বানানোর উপায়

Image
MR স্মার্ট টেলিভিশনে হাতের মোবাইল ফোনটিকেই রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য অবশ্য স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকতে হবে। স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। এ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে। এছাড়া, দেখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইলকে সাপোর্ট করে। স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে প্রথমে CetusPlay অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পরে নিচের ধাপ অনুস্মরণ করতে হবে; ১) ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে কিছুক্ষণের মধ্যে। ২) স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন। এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন। ৩) বেশ কিছু অপসন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন।

দেশের বাজারে তারহীন ওয়াইফাই পাওয়ার ব্যাংক

Image
যুক্তরাষ্ট্র ভিত্তিক পাওয়ার সল্যুশন ব্র্যান্ড এনারজাইজারের বাংলাদেশি পরিবেশক হয়েছে টেক রিপাবলিক লিমিটেড। আর এর মাধ্যমে গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের পাওয়ার ব্যাংকের পাশাপাশি তারহীন প্রযুক্তির চার্জিং সল্যুশন সেবা দিতে যাচ্ছে দেশের উদীয়মান এই টেক প্রতিষ্ঠানটি। এ বিষয়ে টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ বলেন, গত জুনে তাইওয়ান সফরের সময় এনারজাইজার বাংলাদেশের বাজারে আসার আগ্রহ প্রকাশ করে। এরই ভিত্তিতে আমি তাদের পাওয়ার ব্যাংকে বেশ কিছু বৈচিত্র্য ও বিশেষত্ব দেখতে পেয়ে ব্র্যান্ডটিকে আমাদের পোর্ট ফোলিওতে অন্তর্ভুক্ত করি। তিনি বলেন, আশা করছি এনারজাইজারের ম্যাক্স, হাইটেক ও আল্টিমেট সিরিজের পাওয়ার ব্যাংক স্মার্টফোন, ট্যাব, আইফোন ব্যবহারদের জন্য আশীর্বাদ হবে। কেননা, স্বাস্থ্যগত ঝুঁকি ও মোবাইল ফোন সুরক্ষার জন্য ভালো কোয়ালিটির চার্জার ব্যবহার করা জরুরী। সে ক্ষেত্রে এনারজাইজার ঝুঁকিহীন ও নিরাপদ চার্জারের ব্যবস্থা করেছে।

বদলে গেল বিকাশ অ্যাপ

Image
আর্থিক লেনদেনে গ্রাহককে আরও সঠিক সিদ্ধান্ত নেবার সুযোগ তৈরি করে দিয়ে বিকাশ অ্যাপটি হয়ে গেল আরও পারসোনালাইজড ও ইন্টারঅ্যাকটিভ। এখন থেকে এই নতুন অ্যাপে ব্যবহারকারীদের লেনদেনের ধরণ, লাইফস্টাইল এবং লোকেশন অনুযায়ী থাকবে বিভিন্ন পণ্য ও সেবার সাজেশন এবং নানা রকমের অফার। সেই সঙ্গে অ্যাপের হোম স্ক্রিনে আরও থাকছে বিকাশের মূল সেবাগুলোর আইকন, গ্রাহকের নিয়মিত লেনদেনের তথ্য, বিকাশের সেরা অফার, কিউ আর কোড স্ক্যান করার সুবিধা সহ প্রয়োজনীয় সমস্ত সেবা। নতুন অ্যাপের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে- গ্রাহক না হয়েও যে কেউ অ্যাপে গিয়ে বিকাশের সেবাগুলো সম্পর্কে জানতে পারছেন এবং আগ্রহী হলে সঙ্গে সঙ্গেই অ্যাপ থেকেই কয়েক মিনিটের মধ্যেই নতুন বিকাশ একাউন্টও খুলতে পারছেন। এমনি সব দরকারি, আধুনিক অথচ সহজে ব্যবহার-উপযোগী সেবাগুলো নিয়ে বিকাশের নতুন অ্যাপটি এখন থেকেই অ্যাপস্টোর ও গুগল প্লেস্টোর থেকে আপডেট বা ডাউনলোড করা যাচ্ছে। অ্যাপ বদলে যাওয়া উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ।

কম দামে নতুন স্কুটার, বাঁচবে তেলের খরচ

Image
সময় বাঁচাতে মোটরসাইকেলের জুড়ি নেই। চাহিদার কথা চিন্তায় রেখে প্রতিদিন বাজারে আসছে নিত্য নতুন সব মোটরসাইকেল। এবার গ্রাহকদের নজর কাড়তে হোন্ডা নিয়ে এলো নিউ অ্যাক্টিভা ১২৫। তিন রকমের অ্যাক্টিভা পাওয়া যাবে ভারতে - স্ট্যান্ডার্ড, অ্যালয় এবং ডেলাক্স। স্ট্যান্ডার্ডের দাম ৬৭,৪৯০ টাকা এবং অ্যালয় ও ডেলাক্সের দাম ৭০,৯৯০ ও ৭৪,৪৯০ টাকা। নিউ অ্যাক্টিভা এর ১২৪ সিসি Bs6 ইঞ্জিনে থাকছে ৬৫০০rpm এ ৮.১ হর্স পাওয়ারের ক্ষমতা। যার জন্য তেল বাঁচাবে।

দেশের ৩৫টি স্থানে কম মূল্যে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ।

Image
মূল্যবৃদ্ধি এবং উৎপাদন সঙ্কট দেখিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। তবে দেশের বাজারে পিয়াজের দাম স্থিতিশীল রাখতে রাজধানীর ৩৫টি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকালে শুরু হয় এসব পণ্য বিক্রি; দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ লাইন। ট্রাকে করে পিয়াজ, মশুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। তবে পিয়াজের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে। ট্রাকে প্রতিকেজি পিয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এছাড়া প্রতিকেজি চিনি ৫০ টাকা ও মশুর ডাল ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে (২ ও ৫ লিটার) প্রতি লিটার ৮৫ টাকায়।

কমেছে পেঁয়াজ এর দাম বাড়ছে আমদানি

Image
দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও ভারত থেকে পেয়াঁজের আমদানি বেড়েছে। এতে করে কমেছে পেয়াঁজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা, আজ সেই পেয়াঁজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪৬-৪৯ টাকা। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে নাসিক, পাটনা, ইন্দুর, সাউত্থ জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে। আমদানিকারকরা জানায়, সামনে পূজার ছুটির কারণে পোর্ট বন্ধ হবে, সেজন্য তারা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছে। পেয়াঁজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ পেয়াঁজের এলসি করা আছে এবং দাম আরও কমে যাবে। তবে বৈরি আবহাওয়ার কারণে পাইকার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। পাইকার ব্যবসায়ীরা জানান, পেয়াঁজের দাম কিছুটা কমার কারণে ব্যবস্যা ভালো হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি হওয়াই দেশের বাজারে পেয়াঁজের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে। ফলে তারা প্রতিদিন দেশের বিভিন্নস্থানে ৮-১০ গাড়ি পেঁয়াজ সরবরাহ করলেও এখন তা ২-৩ ট্রাকে নেমে এসেছে। হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ২০ ট্রাকে ৪৪০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে।

১০৮ মেগা পিক্সেলের নতুন চমক নিয়ে এলো সাওমি

Image
অবশেষে লঞ্চ হলো বিশ্বের প্রথম ১০৮ মেগা পিক্সেল ক্যামেরার স্মার্টফোন ‘এমআই ম্যাক্স আলফা’। মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করেছে সাওমি। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। স্যামসাং ও হুয়াওয়ে যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরি করতে ব্যস্ত তখন স্মার্টফোন ডিসপ্লের নতুন সংজ্ঞা তৈরি করলো সাওমি। এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এর ফলে এমআই ম্যাক্স আলফা এর ডিসপ্লের পাশে বেজেল থাকছে না। দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও এমআই ম্যাক্স আলফা ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি স্যামসাং এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন ক্যামেরা সেন্সর তৈরি করেছিলো বেজিং এর কোম্পানিটি। এমআই ম্যাক্স আলফা তৈরির জন্য টাইটেনিয়াম অ্যালয় সেরামিক আর সাফায়ার ব্যবহার হয়েছে।
ছেলেমেয়েদের স্কুলে ভর্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে প্রতিনিয়ত প্রয়োজন পড়ছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)। কিন্তু বড় একটা অংশেরই এনআইডিতে নানা ধরনের ভুল-ভ্রান্তি রয়ে গেছে। এসব ভুল-ত্রুটি থাকার কারণে পড়ত হচ্ছে নানা ধরনের জটিলতায়। তাই এনআইডির ভুল-ত্রুটির সংশোধন করতে প্রতিনিয়তই মানুষ ছুটছেন নির্বাচন কার্যালয়ে। সঠিক তথ্য জানা না থাকায় অনেকেই ভোগান্তিরও শিকার হন অনেক সময়। কোন ধরনের সংশোধনের জন্য কী কী কাগজপত্র লাগবে, তা অনেকেই জানেন না। এসব না জানার কারণেও অনেকে হয়রানির শিকার হন। এনআইডির কোন সংশোধনের জন্য কী ধরনের কাগজপত্র লাগবে, নির্বাচন কমিশনের দেয়া তথ্যগুলো জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো- ১. জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধন এই ধরনের সংশোধনের জন নিচে বর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হবে- ক. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হলে এসএসসি/সমমান সনদপত্র; খ. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হলে এবং তিনি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরিরত হলে, চাকরি বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও); গ. অন্যান...

শিশুকে পড়ায় মনোযোগী করার জন্য করনীয়

শিশুর ভালো রেজাল্টের জন্য অনেক বাবা-মা নানাভাবে চাপ প্রয়োগ করেন। যদিও শারীরিক শাস্তি কিংবা মানসিক চাপ দেওয়া কোনো শিশুর জন্যই ভালো নয়। তাহলে শিশুর পড়াশোনার উন্নতির উপায় কি? এ লেখায় রয়েছে কিছু দারুণ উপায়, যা বাস্তবে মেনে চলতে পারলে সহজেই শিশুর পড়াশোনায় উন্নতি করা সম্ভব হবে। ১. আনন্দের মাধ্যমে শিক্ষা আপনার শিশু কোন উপায়ে শিক্ষা গ্রহণে সবচেয়ে আনন্দ পায় তা জেনে নিন। অনেক শিশুই শিক্ষার পাশাপাশি গান, নাচ, অঙ্গভঙ্গি, অভিনয়, আঙুল গননা কিংবা ভিন্ন কোনো উপায়ে খুব ভালো শিখতে পারে। তাই আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি তা জানুন ও শিক্ষায় কাজে লাগান। ২. শিক্ষা বিনিময় শুধু পাঠ্যবইতেই শিশুকে সীমাবদ্ধ রাখবেন না। আপনার শিশু কোন কোন বিষয় শিখল তা তার কাছ থেকে বিস্তারিত জেনে নিন। এ বিষয়ে নিজের জ্ঞান থাকলে তাও তাকে জানান। এভাবে পারস্পরিক তথ্য বিনিময়ে আপনার সন্তান সহজেই শিক্ষালাভ করতে পারবে। ৩. ইউটিউবে শিখুন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব শুধু বিনোদনের বিষয় নয়। ইউটিউবে রয়েছে অসংখ্য শিক্ষামূলক ভিডিও। বহু মজার উপায়ে কঠিন সব সূত্র শিখতে চাইলে ইউটিউবে অনুসন্ধান করুন এবং আপনার সন্তানকে তা দেখান। ৪....